Saturday, November 22, 2025

প্রিমিয়ারেই জমজমাট গৃহকর্মীদের রোজনামচার ‘লক্ষ্মীকান্তপুর লোকাল’

Date:

Share post:

শর্মিষ্ঠা ঘোষ চক্রবর্তী

ওঁরা রোজ আসেন, রোজ কাজ করেন, সমস্ত রকম নাগরিক স্বাচ্ছন্দ্যের পরিষেবা দেন। কিন্তু ওঁদের নিয়ে গল্প হয় না। কখনও কোনও ঘটনাতেই হয়ত ওঁদের কথা শিরোনামে আসে, কিন্তু ওঁদের দিনলিপি নিয়ে ছবি? সেই কাজটাই করলেন পরিচালক রামকমল মুখোপাধ্যায়। দক্ষিণ ২৪ পরগনা থেকে যে ট্রেনে সবচেয়ে বেশি সেই গৃহকাজের সহায়িকারা আসেন সেই লোকাল ট্রেনের নামেই ছবির নাম ‘লক্ষ্মীকান্তপুর লোকাল’। শুক্রবার দক্ষিণ কলকাতার একটি হলে সাড়ম্বরে হল এই ছবির প্রিমিয়ার। ছবির পরিচালক এবং কলাকুশলীদের সঙ্গে উপস্থিত ছিলেন দেবাংশু ভট্টাচার্য, জুন মালিয়া, ইমন চক্রবর্তী, পরিচালক হরনাথ চক্রবর্তী-সহ বিশিষ্টরা। ছবিতে একটি বিশেষ ভূমিকায় দেখা গিয়েছে মদন মিত্রকে এদিন প্রিমিয়ারে উপস্থিত ছিলেন তিনিও।

‘বিনোদিনী একটি নটীর উপাখ্যান’-এর সাফল্যের পরে সাড়ম্বড়ে প্রিমিয়ার হল পরিচালক রামকমল মুখোপাধ্যায়ের ছবি ‘লক্ষ্মীকান্তপুর লোকাল’-এর। কলকাতার তিনটে পরিবার ব্যাঙ্ক কর্মী উৎপল এবং তাঁর স্ত্রী লাবণ্য , লিভ টুগেদার করা দুই নতুন প্রজন্মের ছেলেমেয়ে তিয়াসা এবং দীপ, ছোটপর্দার এক জনপ্রিয় অভিনেত্রী সুপর্ণা ও ছবির কাহিনীকার অনির্বাণের সংসারে ঘটা কিছু নতুন অপ্রত্যাশিত সাংসারিক পরিস্থিতির প্রয়োজনে মমতাময়ী আয়া সেন্টার থেকে নিযুক্ত হন তিন গৃহকর্মী। সরস্বতী, কল্যানী এবং মালতী। লক্ষ্মীকান্তপুর লোকালে চড়ে ডেইলি প্যাসেঞ্জারি করা, কঠিন জীবন যুদ্ধে শামিল এই তিন গৃহকর্মী নিজেদের অজান্তেই ঢুকে পড়েন এই তিনটে পরিবারের ভালোয়, মন্দে, সঙ্কটে এবং সমস্যায়।

শহুরে সাধারণ মধ্যবিত্ত, উচ্চবিত্ত পরিবার এবং তাদেরকে ঘিরে সমাজের খেটে খাওয়া মানুষদের দিনচক্রের এক অপূর্ব জীবনলিপি রচনা করেছেন পরিচালক রামকমল। যে ছবি দেখতে বসলে প্রায় সব মানুষই নিজের পরিবারের টুকরো ছবিগুলো সঙ্গে একাত্ম হতে পারবেন। ছবিতে মুখ্য ভূমিকায় রয়েছেন কৌশিক গঙ্গোপাধ্যায়, ঋতুপর্ণা সেনগুপ্ত, সায়নী ঘোষ, সঙ্গীতা সিনহা, পাওলি দাম, রাজানন্দিনী পাল, জন ভট্টাচার্য প্রমুখ। এই ছবির পরতে পরতে রয়েছে অনেক চমক যা দেখতে বসলেই দর্শক উপলব্ধি করবেন। ছবির প্রযোজনায় অ্যাঞ্জেলস ক্রিয়েশন।

এদিন ‘লক্ষ্মীকান্তপুর লোকাল’ ছবির মুক্তি উপলক্ষ্যে প্রিয়া সিনেমায় আয়োজিত হল এক জমজমাট প্রিমিয়ার শো।

আরও পড়ুন- টেকনিশিয়ানদের টাকা বাকি রেখে কুৎসা রটাচ্ছেন রুদ্রনীল! তথ্য দিয়ে ধুয়ে দিলেন স্বরূপ

_

 

_

 

_

 

_

 

_

 

_

 

spot_img

Related articles

রিল-রিয়েল একাকার! ‘লক্ষ্মীকান্তপুর লোকাল’-এ থানায় ছুটলেন মদন

একেই বোধহয় বলে, "ঢেঁকি স্বর্গে গিয়েও ধান ভাঙে"। "দাদা একটু আসুন, আপনি না এলে হবে না", "আমার নির্দোষ...

টেকনিশিয়ানদের টাকা বাকি রেখে কুৎসা রটাচ্ছেন রুদ্রনীল! তথ্য দিয়ে ধুয়ে দিলেন স্বরূপ

নিজে টাকা বাকি রেখে উল্টে ফেডারেশনের নামে সোশ্যাল মিডিয়ায় কুৎসা ছড়াচ্ছেন অভিনেতা রুদ্রনীল ঘোষ (Rudranil Ghosh)! শুক্রবার সাংবাদিক...

কাজের চাপে শীতলকুচিতে মর্মান্তিক মৃত্যু বিএলও-র! পরিবারের পাশে রাজ্য

অতিরিক্ত কাজের চাপ এবং মানসিক অস্থিরতা—এই দুইয়ের মাঝেই শেষ হল শীতলকুচির বিএলও ললিত অধিকারীর জীবনযাত্রা। বেশ কয়েকদিন ধরেই...

বিজেপির দ্বিচারিতা! ছাব্বিশে হাতেনাতে শাস্তি দেবে বাংলা, শাহকে কড়া জবাব তৃণমূলের

বিজেপির দ্বিচারিতা ধরে ফেলেছে বাংলার মানুষ। এবার বাংলা-বিরোধী দলকে হাতেনাতে শাস্তি দিতে তৈরি তারা। ২০২৬-এই বিজেপি পাবে যোগ্য...