অবশেষে নবম–দশম শ্রেণির শিক্ষক নিয়োগ পরীক্ষার (Exam) ফল ঘোষণার দিনের আভাষ মিলল। শিক্ষা দফতর সূত্রে খবর, স্কুল সার্ভিস কমিশন (SSC) আগামী সোমবার ফলপ্রকাশ করতে পারে। শনিবার ফল প্রকাশের সম্ভাবনা থাকলেও তা পিছিয়ে গিয়েছে। প্রযুক্তিগত সমস্যার কাটিয়ে ফলপ্রকাশ বলে এই পদক্ষেপ।
একাদশ–দ্বাদশের ফল প্রকাশের দিন SSC-এর ওয়েবসাইটে (Website) ঢুকতেই পারছেন না বলে অভিযোগ করেছিলেন অনেক পরীক্ষার্থী। প্রযুক্তিগত ত্রুটির ফলে ঘণ্টার পর ঘণ্টা অপেক্ষা করতে হয়েছে। আবার অনেকের অভিযোগ, তাঁদের নম্বর তুলনায় কম দেখাচ্ছে বা ‘অযোগ্য’ হিসেবে দেখাচ্ছে। অভিযোগের জল গড়িয়েছে আদালত পর্যন্ত।
ইন্টারভিউ-কল লিস্ট প্রকাশ হওয়ার পরেও অভিযোগ ওঠে, ‘অযোগ্য’ প্রার্থীদের নাম রয়েছে তালিকায়। এ বিষয়ে মামলা দায়ের হয়েছে কলকাতা হাই কোর্টে। বিচারপতি অমৃতা সিংহের বেঞ্চে আগামী বুধবার সেই মামলার শুনানি।
আরও খবর: SIR-নিয়ে দলীয় কাজের পর্যালোচনায় মেগা ভার্চুয়াল বৈঠক ডাকলেন অভিষেক
এই পরিস্থিতিতে নবম–দশমের ক্ষেত্রে কোনও ভুল-ত্রুটি রাখতে চায় না SSC। সমস্ত নথি, তথ্য এবং রেকর্ড বহুবার ক্রস-ভেরিফিকেশন করে তবেই ফল প্রকাশ করতে চায় কমিশন। সেই কারণেই ফলপ্রকাশে অতিরিক্ত সময় নেওয়া হচ্ছে বলে SSC সূত্রে খবর।
–
–
–
–
–
–
