বঙ্গোপসাগরে একের পর এক ঘূর্ণাবর্ত এবার জাঁকিয়ে শীতের প্রবেশে সবথেকে বড় বাধা। পশ্চিমের ঠাণ্ডা বাতাস, বঙ্গোপসাগরের (Bay of Bengal) ভারী জলীয় বাষ্পপূর্ণ বাতাসকে (moisture) ঠেলে এগোতেই পারছে না বাংলার দিকে। ফের এক ঘূর্ণাবর্তের জেরে আপাতত গভীর নিম্নচাপ (depression) ও বৃষ্টির পূর্বাভাস দক্ষিণ বঙ্গে।
আবহাওয়া দফতর জানাচ্ছে বঙ্গোপসাগরের দক্ষিণ পূর্ব দিকে তৈরি হওয়া ঘূর্ণাবর্তের জেরে শনিবার থেকে আবাহওয়ায় পরিবর্তন হবে। ইতিমধ্যেই বুধবার থেকে তাপমাত্রা বেড়েছে রাজ্যে। রাতের সর্বনিম্ন তাপমাত্রা ২১ ডিগ্রিতে পৌঁছেছে। আগামী দুইদিন এমনই তাপমাত্রা বজায় থাকবে।
বঙ্গোপসাগরের ঘূর্ণাবর্ত শনিবার নিম্নচাপে পরিণত হবে। তার জেরে প্রচুর জলীয় বাষ্পপূর্ণ বাতাস স্থলভাগে প্রবেশ করছে। যার জেরেই বাড়ছে তাপমাত্রা। সোমবার সেই নিম্নচাপ (low pressure) গভীর নিম্নচাপে (depression) পরিণত হবে। তার জেরে পূর্ব মেদিনীপুর, দক্ষিণ চব্বিশ পরগনা ও উত্তর চব্বিশ পরগনার কিছু অংশে হালকা থেকে মাঝারি বৃষ্টির পূর্বাভাস রয়েছে।
আরও পড়ুন : কাউন্টডাউন শুরু! নবান্নে ভোটপ্রস্তুতি নিয়ে গুরুত্বপূর্ণ বৈঠক মুখ্যসচিবের
উত্তরের পাহাড়ি জেলা – দার্জিলিং, কালিম্পং-এ বৃহস্পতিবার থেকেই বৃষ্টির পূর্বাভাস ছিল। উত্তরের জেলাগুলিতেও বাতাসে জলীয়বাষ্পের পরিমাণ বাড়ার কারণে তাপমাত্রা বাড়বে। সেই সঙ্গে শুক্র-শনিবার বৃষ্টির পূর্বাভাস রয়েছে।
–
–
–
–
–
