শনিবার দুপুরে কসবার(Kasba) গেস্ট হাউস(Guest House) থেকে দেহ উদ্ধার। কসবার একটি শপিং মলের পিছনের দিকে রাস্তাতে অবস্থিত এই গেস্ট হাউসটি। সেখানেই দিনে দুপুরে দেহ উদ্ধার হওয়ায় চাঞ্চল্য ছড়িয়েছে গোটা এলাকায়।

পুলিশ সূত্রের খবর, তিন জন একসঙ্গে গেস্ট হাউসে (Guest House) উঠেছিলেন। কিন্তু দুই জন রাতেই বেড়িয়ে যান। ফলে একজনই ছিলেন।কীভাবে খুন হলেন ঘরে থাকা ব্যক্তি সে বিষয়ে তদন্ত শুরু করেছে পুলিশ। কলকাতা শহরে এখন গেস্ট হাউস হোটেলের ছড়াছড়ি। সেখানে অন লাইনে বুকিংও করা যায়।

বিস্তারিত আসছে…

–

–

–

–

–

–

–

