আগামী বছর উত্তর আমেরিকার তিন দেশে হবে বিশ্ব ফুটবলের মহাযজ্ঞ। আগামী বছর ফিফা বিশ্বকাপ(FIFA World Cup) হবে ৪৮ দেশে। ইতিমধ্যেই ৪২ দেশের নাম চূড়ান্ত, প্লে-অফে খেলবে আরও ছয় দল। কিন্তু এই ৪৮ দেশের বাইরেও অনেক দেশ থাকবে যারা বিশ্বকাপে খেলার বা মহাদেশের শ্রেষ্ঠত্বে অংশ নিতে পারবে না। এবার তাদের জন্যই বিকল্প টুর্নামেন্ট আয়োজন করছে ফিফা(FIFA)।
আগামী বছর মার্চ-এপ্রিল মাসে কোনও টুর্নামেন্ট নেই। সেই সময় প্রীতি ম্যাচ খেলতে পারে বিশ্বকাপে অংশ নেওয়া দলগুলি। কিন্ত যারা বিশ্বকাপে খেলবে না তাদের সামনে কোনও লক্ষ্য থাকবে না। দুর্বল দেশগুলিও খেলতে পারবে ফিফার টুর্নামেন্ট। দুই বছর পর ফিরছে ফিফা সিরিজ ২০২৬ (FIFA Series 2026)। পুরুষ এবং মহিলা দলের এই টুর্নামেন্ট আয়োজন করবে ফিফা।
মহিলাদের ফিফা সিরিজটি(FIFA Series) আয়োজিত হবে ব্রাজিল, থাইল্যান্ড ও আইভরি কোস্টে। অন্যদিকে পুরুষদের ম্যাচগুলো আয়োজিত হবে অস্ট্রেলিয়া, আজারবাইজান, ইন্দোনেশিয়া, কাজাখস্তান, মরিশাস, পুয়ের্তো রিকো, রুয়ান্ডা ও উজবেকিস্তানে।
এর আগে ২০২৪ সালে ফিফা সিরিজ হয়েছিল। ম্যাচ হয়েছিল শ্রীলঙ্কাতে। ফুটবলের প্রসার আরও বাড়াতে উদ্যোগী ফিফা। বেশিরভাগ দেশকে ফিফার টুর্নামেন্টে খেলানোর পরিকল্পনা করেছে বিশ্ব ফুটবলের নিয়ামক সংস্থা।
এখন প্রশ্ন ভারত কি এই প্রতিযোগিতায় খেলতে পারবে? কারণ ভারত বিশ্বকাপ বা এশিয়ান কাপে যোগ্যতা অর্জন করতে পারেনি।কিন্তু বর্তমানে ভারতীয় ফুটবল ফিফার ক্রম তালিকায় রয়েছে ১৪২ নম্বরে।
–
–
–
–
