গুয়াহাটিতে দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে দ্বিতীয় টেস্টের(Test) বেলাশেষে খেলায় ফিরল ভারত(India)। টসে জিতে প্রথমে ব্যাটিং করার সিদ্ধান্ত নেয় প্রোটিয়া অধিনায়ক তেম্বা বাভুমা। প্রথম থেকেই জমাট ব্যাটিং করতে থাকে দক্ষিণ আফ্রিকা। গুয়াহাটিতে ভারতের(India) বিরুদ্ধে দ্বিতীয় টেস্টে প্রথম দিনের শেষে দক্ষিণ আফ্রিকার রান ৬ উইকেটে ২৪৭।
গুয়াহাটি টেস্টে প্রথম দিনের শেষে স্টাবসের ৪৯ ও বাভুমার ৪১ রান করেন। হাতে রয়েছে চার উইকেট। ক্রিজে রয়েছেন মুত্থুস্বামী ২৫ এবং ভেরেইন্নে ১। ভারতের হয়ে তিনটি উইকেট নিয়েছেন কুলদীপ যাদব (৩/৪৮)। বাকি উইকেটগুলি নিয়েছেন জসপ্রীত বুমরাহ, মহম্মদ সিরাজ এবং রবীন্দ্র জাদেজা।
গুয়াহাটিতে দলে দুটি বদল করে ভারত। অক্ষর প্যাটেলের জায়গায় খেলানো হল নীতীশ রেড্ডিকে। গিলের পরিবর্তে দলে এলেন সাই সুদর্শন। কিন্তু ভারতের বোলিং সামলে প্রথম থেকেই বড় রানের দিকে এগোতে থাকে প্রোটিয়ারা।ওপেনিং জুটিতেই উঠল ৮১ রান।কিন্তু চা পানের বিরতির আগে প্রথম ধাক্কা দেন বুমরাহ। এরপর দ্বিতীয় সেশনেও জমাট ব্যাটিং শুরু করে প্রোটিয়ারা।
গিলের পরিবর্তে এই ম্যাচে অধিনায়কত্ব করছেন পন্থ। কিন্ত তাঁর বোলিংয়ের রণকৌশল নিয়ে প্রশ্ন থাকছে। প্রথম দিনে বোলিংয়ে অনেক দেরিতে আনলেন অভিজ্ঞ রবীন্দ্র জাদেজাকে। জাড্ডুই স্টাবস এবং বাভুমার ৮৪ রানের জুটি ভাঙলেন। শেষ বেলায় জ্বলে উঠলেন কুলদীপ(Kuldeep Yadav)।স্টাবসকে ৪৯ রানে আউট করলেন। মুল্ডারকে আউট করলেন ১৩ রানে। টনি জর্দিকে আউট করলেন সিরাজ।
নীতীশ বোলিং করলেন মাত্র ৪ ওভার। কিন্তু কোনও উইকেট পেলেন না। দ্বিতীয় দিনের শুরুতে দ্রুত প্রোটিয়াদের অল আউট করতে হবে ভারতীয় বোলারদের।
–
–
–
–
–
