শিক্ষা জগতে অনন্য ছাপ রেখেছে টেকনো ইন্ডিয়া ইউনিভার্সিটি। বাংলায় তো বটেই, বাংলার বাইরেও বিভিন্ন জায়গায় রয়েছে এর শাখা। ত্রিপুরাতেও পথে চলা শুরু। ১৪ নভেম্বর আগরতলায় ত্রিপুরার (Tripura) মুখ্যমন্ত্রী মানিক সাহা (Manik Saha) টেকনো ইন্ডিয়া ইউনিভার্সিটির নতুন পরিকাঠামোর উদ্বোধন ও শিলান্যাস করেন। সেদিনের ছবি পোস্ট করে তাকে ধন্যবাদ জানান Techno India University আচার্য তথা শিল্পোদ্যোগী সত্যম রায়চৌধুরী (Satyam Roychowdhury)।

ত্রিপুরার মুখ্যমন্ত্রী নিজের সোশ্যাল মিডিয়া (Social Media) পেজে টেকনো ইন্ডিয়া ইউনিভার্সিটির নতুন পরিকাঠামোর উদ্বোধন ও শিলান্যাসের ছবি পোস্ট করে লেখেন, “আমরা একসঙ্গে ত্রিপুরাকে একটি এডুকেশন হাবে রূপান্তরিত করতে বদ্ধপরিকর।”
আগরতলায় (Agartala) টেকনো ইন্ডিয়া ইউনিভার্সিটি পরিকাঠামোর উদ্বোধন ও শিলান্যাস হাওয়ার পরে আপ্লুত আচার্য সত্যম রায়চৌধুরী। সেদিনকার অনুষ্ঠানের ছবি পোস্ট করে নিজের সোশ্যাল মিডিয়া তিনি লেখেন, “এটি এখন পর্যন্ত একটি আশ্চর্যজনক যাত্রা ছিল এবং আমি এর অংশ হওয়া সকলের প্রতি কৃতজ্ঞ। শুরু থেকে সব কিছু তৈরি করা কখনোই সহজ নয়, তবে নিষ্ঠা এবং কঠোর পরিশ্রমের মাধ্যমে আমরা এটি সম্ভব করেছি!
আমি মুখ্যমন্ত্রী, শিক্ষামন্ত্রী এবং বিদ্যুৎমন্ত্রীকে তাঁদের মূল্যবান সময় এবং সমর্থন দেওয়ার জন্য ধন্যবাদ জানাই।”
সত্যম রায়চৌধুরীর কথায়, “আমাদের ছাত্র, প্রশিক্ষক এবং কর্মীদের কাছে, আমি ত্রিপুরার টেকনো ইন্ডিয়া ইউনিভার্সিটিকে শিক্ষা এবং উদ্ভাবনের উৎকর্ষের কেন্দ্র হিসেবে গড়ে তুলতে প্রতিশ্রুতিবদ্ধ। আমরা এমন একটি পরিবেশ তৈরি করার চেষ্টা করব যা বৃদ্ধি, সৃজনশীলতা এবং সাফল্যকে উৎসাহিত করে।” আগামীর জন্য শুভকামনা জানিয়েছেন টেকনো ইন্ডিয়া ইউনিভার্সিটি আচার্য।
আরও পড়ুন- এ্যনুমারেশন ফর্ম ঘিরে নতুন বিতর্কে ‘বাংলাদেশী’ লাভলি খাতুন
_
_
_
_
_
_