Monday, November 24, 2025

চাপে পড়তেই পিচ নিয়ে বেসুরো ভারত, পন্থের অধিনায়কত্ব নিয়েও উঠছে প্রশ্ন

Date:

ইডেন টেস্টে শুরু থেকেই চর্চায় ছিল পিচ। কিন্তু গুয়াহাটিতে(Guwhati) গিয়ে উইকেট বেশ পছন্দ হয়েছিল গৌতম গম্ভীর এবং তাঁর ছাত্রদের। কিন্ত টেস্টের দ্বিতীয় দিনে বেকায়দায় পড়তেই উইকেট নিয়ে ফোঁস ফাঁস শুরু ভারতীয় দলের।

গুয়াহাটিতে (Guwhati) ভারতের বিরুদ্ধে দ্বিতীয় টেস্টে দক্ষিণ আফ্রিকার প্রথম ইনিংস শেষ হল ৪৮৯ রানে ।কুলদীপ ৪ উইকেট অবশ্য নিলেন।জবাবে ব্যাট করতে নেমে দিনের শেষে ভারতের রান বিনা উইকেটে ৯। অপরাজিত রয়েছেন যশস্বী জয়সওয়াল (৭) এবং কেএল রাহুল (২)। ফলে বেশ চাপে আছে ভারত। দ্বিতীয় দিনে ভারতীয় বোলারদের শাসন করলেন প্রোটি্য়া ব্যাটাররা।

দ্বিতীয় দিনে সাংবাদিক সম্মেলনে এসে পিচ প্রসঙ্গ উঠতেই কুলদীপ যাদব বলেন,‘কলকাতার উইকেটটা আলাদা ছিল। এটা (গুয়াহাটির উইকেট) সমতল রাস্তা।’’ কিছুটা সামলে নিয়ে যোগ করেন, “টেস্ট ক্রিকেটের এটাই চ্যালেঞ্জ। একজন বোলার হিসেবে আমরা রোজই শাসন করতে চাই। কিন্তু যখনই উইকেট ব্যাটিংয়ের জন্য উপযুক্ত হয়, তখনই বোলার হিসেবে অন্য উপায় খুঁজে বের করতে হবে। আজ বোলারদের জন্য খুব বেশি কিছু ছিল না।”

সেনুরাম মুথুস্বামী ও কাইল ভেরেইনের ৮৮ রানের পার্টনারশিপ ও পরে মুথুস্বামী ও মার্কো জানসেনের ৯৭ রানের জুটি। দলের হয়ে সর্বোচ্চ ১০৯ রানের ইনিংস খেলেন মুথু স্বামী। এছাড়া মার্কো জানসেন ৯৩ রান করেন।পন্থের রক্ষণাত্মক ফিল্ডিং সাজানো যার অন্যতম কারণ। দূরে দূরে ফিল্ডার রেখে প্রোটিয়া ব্যাটারদের সহজে রান করার সুযোগ করে দিলেন গুয়াহাটি টেস্টের অধিনায়ক।

এই প্রসঙ্গে কুলদীপ বলেন, “ফিল্ড সাজানো ছিল আমাদের অস্ত্র, আর আমরা তা ভালো ভাবেই প্রয়োগ করেছি। কিন্তু ভাগ্য যেন প্রতিপক্ষের হাতে— ওরা পাহাড় সমান রান তুলল, আমাদের উপর চাপ বাড়াল। উইকেট যখন ব্যাটসম্যানদের স্বর্গে হওয়ায় আমাদের সমস্যা হল।“

Related articles

পিসেমশাই-বৌমা সম্পর্কে স্বামীকে মারতে সুপারি কিলার! বরাহনগর গুলিকাণ্ডে চাঞ্চল্যকর তথ্য

অবৈধ সম্পর্কের জেরেই বরাহনগরে গুলি চলেছিল, তদন্তে উঠে এলো এমনই চাঞ্চল্যকর তথ্য। স্বামীকে খুন করার জন্য সুপারি কিলার...

দূষণে দমবন্ধ রাজধানীর! বিদেশ সফর নিয়ে মোদিকে কটাক্ষ তৃণমূলের

রাজধানী দিল্লিতে ভয়াবহ দূষণ নিয়ে প্রধানমন্ত্রীকে তীব্র ভাষায় আক্রমণ করলেন তৃণমূলের রাজ্যসভার সাংসদ সাকেত গোখেল। সমাজমাধ্যমে তাঁর কটাক্ষ,...

৪৪ বিধানসভার ভোটার মায়ারানী? SIR স্ক্যানের পর হইচই পাণ্ডবেশ্বরে

বিশেষ নিবিড় সংশোধন (এসআইআর) প্রক্রিয়ার মাঝেই পাণ্ডবেশ্বরে সামনে এল চাঞ্চল্যকর তথ্য। এনুমারেশন ফর্মের কিউআর কোড স্ক্যান করতেই দেখা...

ত্রিপুরায় টেকনো ইন্ডিয়া ইউনিভার্সিটি-র নয়া পরিকাঠামো উদ্বোধন ও শিলান্যাস, আপ্লুত সত্যম

শিক্ষা জগতে অনন্য ছাপ রেখেছে টেকনো ইন্ডিয়া ইউনিভার্সিটি। বাংলায় তো বটেই, বাংলার বাইরেও বিভিন্ন জায়গায় রয়েছে এর শাখা।...
Exit mobile version