রাজধানীতে লালকেল্লার সামনে আত্মঘাতী গাড়ি বিস্ফোরণের ঘটনায় এবার মুখ খুললেন বলিউড অভিনেতা শাহরুখ খান (Shahrukh Khan)। শনিবার মুম্বইয়ে আয়োজিত ‘পিস অফ অনার্স’ অনুষ্ঠানে উপস্থিত হয়ে বলিউড বাদশা বলেন, “আমাদের যাঁরা আক্রমণ করছে তাদের ভয় পেতে দাও। যদি আমাদের মধ্যে, ঐক্য, দৃঢ়তা বজায় থাকে তাহলে কেউ আমাদের কোনও ক্ষতি করতে পারবে না। তা করার আগে দু’বার ভাববে।”
ভারতীয় বিনোদন জগতের সুপারস্টার শাহরুখ সাম্প্রতিককালে তাঁর ‘জওয়ান’ (Jawan) সিনেমার মাধ্যমে দেশের মানুষের উদ্দেশ্যে একটি বড় বার্তা দিয়েছেন। অন্যায়ের বিরুদ্ধে রুখে দাঁড়াতে সাধারণ মানুষের কী করনীয় তা নিয়ে কিং খানের সিনেমার লম্বা মনোলগ দেশবাসীর মন ছুঁয়ে গেছে। সাধারণত শাহরুখ (SRK) বিতর্ক থেকে দূরে থাকতে ভালবাসেন। তবে দেশের যেকোনও সমস্যায় সবসময় সাহায্যের হাত বাড়িয়ে দেন। তা সে প্রাকৃতিক দুর্যোগ হোক বা অন্য কিছু। ‘পিস অফ অনার্স’ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন মুম্বই পহেলগাঁও ও দিল্লির ঘটনায় নিহতদের পরিবার। সেখানে ২৬/১১, পহেলগাম ও সাম্প্রতিককালের দিল্লি বিস্ফোরণে নিহতদের প্রতি ও দেশের বীর সৈন্যদের শ্রদ্ধা জানিয়ে শাহরুখ বলেন, “আমাকে আজ এই অনুষ্ঠানে বিশেষ চারটি পংক্তি বলতে বলা হয়েছে দেশের জওয়ানদের উদ্দেশ্যে। যদি আপনাকে কেউ জিজ্ঞেস করে আপনি দেশের জন্য কী করেছেন? তাহলে তাঁকে উত্তরে বলুন, ‘আমি আমার দেশকে রক্ষা করেছি। যদি কেউ আপনাকে জিজ্ঞেস করে যে আপনি জীবনে কী কী অর্জন করেছেন তাহলে তাঁকে উত্তরে বলুন, আমি ১৪০ কোটি মানুষের আশীর্বাদ, ভালোবাসা অর্জন করেছি। যদি আপনাকে কেউ জিজ্ঞেস করে, আপনি কি কোনও কিছুতে ভয় পান? তাহলে উত্তরে তাঁকে বলুন, আমাদের যাঁরা আক্রমণ করছে তাঁদের ভয় পেতে দাও।” এরপরই তিনি দেশের একতার ওপর ভরসা রাখার বার্তাও দেন। সকলকে শান্তির পথে চলার কথা জানিয়ে জাতি, ধর্ম ভুলে নিজেদের রক্ষা করার পথ নিজেদের খুঁজে নেওয়ার কথাও বলেন সুপারস্টার।
–
–
–
–
–
–
–
–
