Monday, November 24, 2025

কোথায় শুভেন্দুর ‘জয়শ্রীরাম’ স্লোগান: মুর্শিদাবাদে স্লোগান বদলের মুখোশ খুলল তৃণমূল

Date:

রাতারাতি স্লোগানই বদলে ফেললেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী! জেলা বদল, স্লোগান বদল। রাজনৈতিক স্লোগান (slogan) এভাবে বদলে ফেলতে সাম্প্রতিক কেন, কোনও রাজনীতিতেই দেখা গিয়েছে কি না সন্দেহ। আর সেটাই করলেন বিজেপির শুভেন্দু অধিকারী (Suvendu Adhikari)। এটা যে কার্যত রাজনৈতিক দলের ভেদাভেদমূলক নীতিকেই তুলে ধরে, তা নিয়ে কটাক্ষ করতে ছাড়েনি শাসকদল তৃণমূল কংগ্রেস।

নির্বাচনের নাম গন্ধও নেই। তবু নির্বাচনের জিগির তুলে রাজ্যবাসীর মধ্যে নিজেদের অস্তিত্ব মনে করিয়ে দেওয়ার আপ্রাণ প্রচেষ্টায় বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। যেসব এলাকায় বিজেপির অস্তিত্বই নেই, সেখানেই প্রথম টার্গেট করে সভা করছেন শুভেন্দু। শনিবার তিনি সভা করেন মুর্শিদাবাদের (Murshidabad) বড়ঞাঁয়। সেখানেই বদল বিজেপির স্লোগানে। কলকাতায় দাঁড়িয়ে যে শুভেন্দু বারবার ‘জয়শ্রীরাম’ বলে নিজেকে রামভক্ত প্রমাণ করার চেষ্টা করেন সেই স্লোগানই উধাও বড়ঞাঁয়।

রবিবার ফের নিজের এলাকা কাঁথিতে সভা করেন শুভেন্দু। সেখানেই আবার মুর্শিদাবাদে ‘জয়শ্রীরাম’ না বলার প্রসঙ্গও তুলে ধরেন গর্বের সঙ্গে। মুর্শিদাবাদের প্রসঙ্গ টেনে তিনি বলেন, বড়ঞাঁর (Burwan) ডাকবাংলোতে সভা করেছি। আহ্বান জানিয়েছি সেখানকার রাষ্ট্রবাদী মুসলিমদের। আমি জয়শ্রীরাম বলি। আপনাকে জয়শ্রীরাম বলতে হবে না। আপনি ভারত মাতা কি জয় বলুন। বন্দেমাতরম বলুন।

আরও পড়ুন : SIR ইস্যুতে তৃণমূলের জোরদার কর্মসূচি! সোমে বৈঠকে অভিষেক, মঙ্গলে মিছিলে নেত্রী 

আর স্থান পরিবর্তনে এভাবে স্লোগান পরিবর্তনে কটাক্ষ করতে ছাড়েনি তৃণমূল। দলের রাজ্য সাধারণ সম্পাদক কুণাল ঘোষ কটাক্ষ করে বলেন, বিজেপির ইদানিং ‘জয়শ্রীরাম’ স্লোগান দেখা যাচ্ছে না। রাজনৈতিক দলের স্লোগান (slogan) যা তা সব জায়গায় বলা যাবে। আমরা তো বলি জয় হিন্দ, বন্দেমাতরম, জয় বাংলা। এটা আমরা সব জায়গায় বলতে পারি। রাজ্যের সব প্রান্তের সব বুথে বলা যাবে, রাজনৈতিক দলের স্লোগান এমন হবে। যদি কোথাও কোনও স্লোগানকে এড়িয়ে যেতে হয়, তাহলে বুঝতে হবে এই স্লোগানটি রাজনৈতিক ভেদাভেদমূলক, উদ্দেশ্যপ্রণোদিত প্রয়োগের।

Related articles

পিসেমশাই-বৌমা সম্পর্কে স্বামীকে মারতে সুপারি কিলার! বরাহনগর গুলিকাণ্ডে চাঞ্চল্যকর তথ্য

অবৈধ সম্পর্কের জেরেই বরাহনগরে গুলি চলেছিল, তদন্তে উঠে এলো এমনই চাঞ্চল্যকর তথ্য। স্বামীকে খুন করার জন্য সুপারি কিলার...

দূষণে দমবন্ধ রাজধানীর! বিদেশ সফর নিয়ে মোদিকে কটাক্ষ তৃণমূলের

রাজধানী দিল্লিতে ভয়াবহ দূষণ নিয়ে প্রধানমন্ত্রীকে তীব্র ভাষায় আক্রমণ করলেন তৃণমূলের রাজ্যসভার সাংসদ সাকেত গোখেল। সমাজমাধ্যমে তাঁর কটাক্ষ,...

৪৪ বিধানসভার ভোটার মায়ারানী? SIR স্ক্যানের পর হইচই পাণ্ডবেশ্বরে

বিশেষ নিবিড় সংশোধন (এসআইআর) প্রক্রিয়ার মাঝেই পাণ্ডবেশ্বরে সামনে এল চাঞ্চল্যকর তথ্য। এনুমারেশন ফর্মের কিউআর কোড স্ক্যান করতেই দেখা...

ত্রিপুরায় টেকনো ইন্ডিয়া ইউনিভার্সিটি-র নয়া পরিকাঠামো উদ্বোধন ও শিলান্যাস, আপ্লুত সত্যম

শিক্ষা জগতে অনন্য ছাপ রেখেছে টেকনো ইন্ডিয়া ইউনিভার্সিটি। বাংলায় তো বটেই, বাংলার বাইরেও বিভিন্ন জায়গায় রয়েছে এর শাখা।...
Exit mobile version