রাজ্যে এসআইআর প্রক্রিয়া চলাকালীন যে শাসকদল তৃণমূল কংগ্রেস পুরদস্তুর নির্বাচনের প্রস্তুতিতে নেমে পড়ল তা স্পষ্ট করে দিলেন দলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় (Abhishek Banerjee) সোমবারের ভার্চুয়াল বৈঠকেই (virtual meeting)। যুদ্ধকালীন পরিস্থিতিতে সাংসদ থেকে বিধায়কদের মাঠে নেমে কাজ করার নির্দেশ দিলেন তিনি। সেই সঙ্গে এসআইআর (SIR) প্রক্রিয়ায় কোন জেলা, বিধানসভা কেমন পারফর্ম করছে, তারও পরিসংখ্যান পেশ করলেন তিনি।
সোমবারের ভার্চুয়াল বৈঠকে তিনি জানান, সাংগঠনিকভাবে এসআইআরের কাজ যে চার বিধানসভা ভালো করেছে তার নাম জানান অভিষেক। তিনি জানান, বেশ ভালো করেছে ধনেখালি, হরিপাল, সিঙ্গুর, করণদিঘি, তারকেশ্বর, বালি, গোয়ালপোখর, রঘুনাথগঞ্জ, চাকুলিয়া ও রায়গঞ্জ। এর পাশাপাশি চার জেলার প্রশংসা করেন তিনি। সেগুলি হল – হুগলি, হাওড়া, দক্ষিণ চব্বিশ পরগণা ও উত্তর দিনাজপুর।
ভার্চুয়াল বৈঠকে যে বিধানসভাগুলি (Assembly) নিয়ে উদ্বেগ প্রকাশ করেন অভিষেক (Abhishek Banerjee) সেগুলি হল – বালিগঞ্জ, বনগাঁ দক্ষিণ, বেলেঘাটা, এন্টালি, মধ্যমগ্রাম, কলকাতা পোর্ট, কাশীপুর বেলগাছিয়া ও চৌরঙ্গী বিধানসভা। যে জেলাগুলির কাজ নিয়ে সংশয় প্রকাশ করেন অভিষেক, সেগুলি হল – উত্তর কলকাতা, দক্ষিণ কলকাতা, কৃষ্ণনগর, পূর্ব মেদিনীপুর, বনগাঁ।
আরও পড়ুন : সুইসাইড নোটে জ্ঞানেশ কুমারের দায়িত্ব মনে করাবে তৃণমূলের ১০ প্রতিনিধি: নির্দেশ অভিষেকের
ইতিমধ্যেই ব্যাগ বেঁধে ২৬ নভেম্বর থেকে বিধানসভা অনুযায়ী ১৪ নেতৃত্বকে এলাকায় গিয়ে নয়দিন ধরে পড়ে থাকার নির্দেশ দিয়েছেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। ৪ ডিসেম্বরের মধ্যে ১০০ শতাংশ ইনিউমারেশন ফর্ম ফিলাপ সম্পূর্ণ করাই লক্ষ্য দেন তিনি। সেক্ষেত্রে সব জেলায় সাংসদ, মন্ত্রী, বিধায়কদের দায়িত্ব ভাগ করে দিলেও দক্ষিণ চব্বিশ পরগণা (South 24 Parganas) ও বীরভূমের (Birbhum) দায়িত্ব কাউকে দেওয়া হয়নি। এই দুই জেলাতেও ভাল কাজ হচ্ছে বলে জানান অভিষেক বন্দ্যোপাধ্যায়।
–
–
–
–
–