ভারতীয় ক্রীড়া ইতিহাসে সোনালী অধ্যায় জুড়ে দিলেন তামিলনাড়ুর ২৩ বছর বয়সী মহিলা খেলোয়াড়। বিশ্বমঞ্চে দেশকে গর্বিত করলেন অনুপমা রামচন্দ্রন (Anupama Ramachandran)। তিনবারের বিশ্বচ্যাম্পিয়ন হংকংয়ের অন ই-কে হারিয়ে আইবিএসএফ ওয়ার্ল্ড স্নুকার (১৫-রেড) চ্যাম্পিয়নশিপ জিতে নিলেন ভারতীয় কন্যা। উচ্ছ্বসিত তাঁর পরিবার ও আত্মীয়রা।
১৩ বছর বয়স থেকেই স্নুকারের (Snooker) প্রতি গভীর আগ্রহ অনুপমার। ওই সময় গরমের ছুটিতে মাইলাপুর ক্লাবের বিলিয়ার্ডস ওয়ার্কশপে যোগ দিয়েছিলেন। ধীরে ধীরে তাঁর পরিবার বুঝতে পারে যে এই মেয়ে শুধু তাদের নয় একদিন গোটা দেশের গর্বের কারণ হয়ে উঠবে। একের পর এক খেতাব জিতে দেশের মুখ উজ্জ্বল করেছেন তামিলনাড়ুর তারকা। ২০১৭ সালে রাশিয়ায় বিশ্ব অনূর্ধ্ব-১৬ স্নুকার চ্যাম্পিয়ন হয়েছিলেন। ২০২৩ সালে বিশ্ব স্নুকার কাপ যেতেন, ওই বছরেই বিশ্ব অনূর্ধ্ব-২১ স্নুকার চ্যাম্পিয়ন হন। চলতি বছরের মার্চ মাসে অনুপমা বিশ্ব র্যাঙ্কিংয়ে ষষ্ঠ স্থানে উঠে আসেন। এখনও পর্যন্ত আটটি জুনিয়র খেতাব জিতেছেন এই ভারতীয় খেলোয়াড়। বিশ্ব স্নুকারের (world snooker championship ) ফাইনালটাও সহজ ছিল না। যথেষ্ট হাড্ডাহাড্ডি লড়াই করতে হয়েছে। অবশেষে ৩-২ গোলে জিতে দেশের নাম উজ্জ্বল করেছেন অনুপমা।
–
–
–
–
–
–
–
–