Monday, November 24, 2025

স্কুল থেকে বাড়ি ফেরা হল না! উলুবেড়িয়ায় নিয়ন্ত্রণ হারিয়ে পুকুরে পুলকার, মৃত ৩ পড়ুয়া

Date:

প্রতিদিন যে সময়ে স্কুল থেকে বাড়ি ফেরে পড়ুয়ারা, সেরকমই অপেক্ষা করছিল তাদের পরিবার। কিন্তু সোমবার বাড়ি ফিরল না উলুবেড়িয়া (Uluberia) বহিরার তিন খুদে পড়ুয়া। বাড়িতে এসে পৌঁছল তাদের মৃত্যু সংবাদ। মর্মান্তিক পুলকার (pull car) দুর্ঘটনায় একসঙ্গে প্রাণ গেল তিন খুদের। কোনওক্রমে বাঁচল পুলকারের বাকি দুই পড়ুয়া।

সোমবার দুপুর ৩.৩০ নাগাদ উলুবেড়িয়ার জগদীশপুরের একটি বেসরকারি স্কুলের পাঁচ পড়ুয়াকে নিয়ে বহিরা এলাকায় যাচ্ছিল একটি বেসরকারি পুলকার। বহিরা দাসপাড়ার দিকে যাওয়ার সময় বহিরা  শ্মশানতলার কাছে হঠাৎই নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশে পুকুরে (pond) পড়ে যায় পুলকারটি। স্থানীয় বাসিন্দাদের দাবি, গতি বেশি থাকাতেই (over speeding) এই দুর্ঘটনা। গাড়ি পুকুরে পড়তেই গাড়ির চালক কোনওক্রমে গাড়ি থেকে বেরিয়ে পালিয়ে যায়।

সেই সময়েই স্থানীয় বাসিন্দারা খুদে পড়ুয়াদের উদ্ধারে হাত লাগায়। দুই খুদে গাড়ির জানলা দিয়ে কোনওক্রমে বেরিয়ে আসে। বাকি দুই ছাত্র ও এক ছাত্রী বেরোতে পারেনি। স্থানীয় বাসিন্দারা গাড়িটি তুলে কোনওক্রমে তাদের বের করে উলুবেড়িয়া শরৎচন্দ্র মেডিকেল কলেজে (Medical College) নিয়ে গেলে চিকিৎসক তিনজনকেই মৃত বলে ঘোষণা করেন।

আরও পড়ুন : দূষণে দমবন্ধ রাজধানীর! বিদেশ সফর নিয়ে মোদিকে কটাক্ষ তৃণমূলের

ঘটনার পর গোটা এলাকায় শোকের ছায়া। বাড়ি ফেরার পথে সন্তানদের হারানোর শোকে হাসপাতালে পৌঁছে কান্নায় ভেঙে পড়ে সন্তানহারা পরিবারগুলি। ফেরার গাড়ি চালকের সন্ধান চালাচ্ছে পুলিশ। ঘটনাস্থলে গিয়ে তদন্তে উলুবেড়িয়া থানার পুলিশ। সেই সঙ্গে খতিয়ে দেখা হচ্ছে পুলকারটি নিয়ম মেনে চলত কি না। সেক্ষেত্রে স্কুল কর্তৃপক্ষের দায়িত্বও খতিয়ে দেখা হচ্ছে।

Related articles

ভোটার তালিকা সংশোধনে সার্ভার জট কাটাতে বিশেষ অ্যাপ চালু করল রাজ্য নির্বাচন দফতর 

ভোটার তালিকা সংশোধন পর্বে সার্ভার সমস্যায় জর্জরিত বিএলওদের কাজ দ্রুততর করতে বিশেষ অ্যাপ চালু করল রাজ্য নির্বাচন দফতর।...

কিংবদন্তি অভিনেতা-নায়ক ধর্মেন্দ্রের প্রয়াণে গভীর শোকপ্রকাশ মমতা-অভিষেকের

নিজের অভিনীত শেষ ছবির মুক্তি আর দেখা হল না বলিউডের হি-ম্যানের। চিরবিদায় নিলেন রূপলি পর্দার কিংবদন্তি অভিনেতা ধর্মেন্দ্র...

‘ভুল’ পথে মিছিল: সপ্তাহের প্রথমদিনে শহরের বুকে অশান্তি তৈরির চেষ্টা চাকরিপ্রার্থীদের

সপ্তাহের প্রথম দিন শহরে অরাজকতা তৈরির চেষ্টা শিক্ষক চাকরিপ্রার্থীদের। যে সময়ে রাজ্যের শিক্ষা দফতর সুপ্রিম কোর্টের নির্দেশ মেনে...

মুখ্যমন্ত্রীর প্রতিশ্রুতি মতো মহাকাল মন্দির নির্মাণে সবুজ সংকেত মন্ত্রিসভার, গৃহনির্মাণ প্রকল্পেও বড় ঘোষণা

মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের (Mamata Banerjee) প্রতিশ্রুতি মতো উত্তরবঙ্গে (North Bengal) মহাকাল মন্দির নির্মাণে সবুজ সংকেত দিল রাজ্য মন্ত্রিসভা...
Exit mobile version