সোমবার বিকেলে মন্ত্রিসভার বৈঠক ডেকেছেন বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee)।রাজ্য জুড়ে চলা ভোটার তালিকার বিশেষ নিবিড় সংশোধন (SIR) প্রসঙ্গে কী নির্দেশ দেন রাজ্যের প্রশাসনিক প্রধান সেদিকে নজর রয়েছে রাজনৈতিক মহলের। পাশাপাশি শীতকালীন বিধানসভা অধিবেশন প্রসঙ্গেও কথা হতে পারে বলে মনে করা হচ্ছে। বিকেল চারটে নাগাদ নবান্নে (Nabanna) এই বৈঠক শুরু হবে।
এদিন দলীয় কর্মীদের নিয়ে বৈঠক করবেন তৃণমূল কংগ্রেসের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় (Abhishek Banerjee)। এসআইআরের বিরুদ্ধে সুর চড়িয়েছে বাংলার শাসকদল। একের পর এক বিএলও-দের অসুস্থ হয়ে পড়ার পাশাপাশি সাধারণ মানুষের মধ্যে চরম আতঙ্কের পরিস্থিতি তৈরি হতেই প্রক্রিয়া স্থগিত করার দাবি নিয়েও মুখ্যমন্ত্রী চিঠি দিয়েছেন মুখ্য নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমারকে। ভোটার তালিকা সংশোধনের কাজে রয়েছে ঘাসফুলের কর্মীরাও। এই বিষয়ে দলের নিচুতলার অবস্থান জানতে আজ ভার্চুয়াল বৈঠকে বসছেন অভিষেক।থাকবেন দলের সাংসদ, বিধায়ক, জেলা সভাপতি, শাখা সংগঠনের প্রধান-সহ গুরুত্বপূর্ণ নেতারা।
–
–
–
–
–
–
–
–