সপ্তাহের প্রথম দিন শহরে অরাজকতা তৈরির চেষ্টা শিক্ষক চাকরিপ্রার্থীদের। যে সময়ে রাজ্যের শিক্ষা দফতর সুপ্রিম কোর্টের নির্দেশ মেনে স্কুল শিক্ষক নিয়োগের (SSC recruitment) প্রক্রিয়া কোনও প্রতিবাদ ছাড়াই অর্ধেক পথে এগিয়ে এনেছে, তখনই একাধিক মামলা দায়ের। এবার কমিশনের (School Service Commission) শর্ত মেনে পরীক্ষা দিয়েও আন্দোলন করে নতুন ইস্যু তৈরির চেষ্টা একশ্রেণির চাকরিপ্রার্থীদের। সেই উদ্দেশ্যে চরম বিশৃঙ্খলা সোমবার কলকাতায়। যদিও কলকাতা পুলিশের তৎপরতায় কোনওরকম অপ্রীতিকর ঘটনা এড়ানো গেল শহরের বুকে।
এসএসসি-র নিয়োগের পরীক্ষা (recruitment exam) হয়ে ভেরিফিকেশন (verification) প্রক্রিয়া শুরু হয়েছে। চলতি সপ্তাহেই ইন্টারভিউ (interview) শুরু হওয়ার সম্ভাবনা। এই পরিস্থিতিতে নিয়োগ প্রক্রিয়াকে ফের ব্যহত করার চেষ্টা চাকরিপ্রার্থীদের। কেন চাকরিহারা পরীক্ষার্থীরা (untainted) ১০ নম্বর বেশি পাবেন, এবার তা নিয়ে হাওয়া গরম করার চেষ্টা চাকরিপ্রার্থীদের। স্কুল সার্ভিস কমিশনের এই নিয়ম মেনে পরীক্ষা দিয়ে, এখন তালিকায় নাম না থাকায় আন্দোলনের পথে চাকরিপ্রার্থীরা।
সেই সঙ্গে যুক্ত হয়েছে তাদের আরও এক দাবি। একমাত্র শিক্ষক নিয়োগের (teacher recruitment) শূন্যপদ বাড়ালেই তাঁরা চাকরি পাবেন, এমনই ধারণা থেকে এর আগে তাঁরা বিকাশ ভবন (Bikash Bhavan) অভিযান করেছিলেন। কলকাতা হাই কোর্ট বিকাশ ভবনের বাইরে আন্দোলনে অনুমতিও দেয়। সেই অনুমতি পাওয়ার পরে এবার সেখান থেকে সরে এসে শিয়ালদহ থেকে মিছিল করে চাকরিপ্রার্থীরা।
আরও পড়ুন : আজ এসএসসির নবম দশম শিক্ষক নিয়োগের ফলপ্রকাশ
সেই মিছিলেই বিপত্তি সোমবার। চাকরিপ্রার্থীরা কলকাতা পুলিশের থেকে শিয়ালদহ-রামলীলা ময়দান মিছিল করার অনুমতি চেয়েছিলেন। সোমবার সেই মিছিল মৌলালি মোড়ে পৌঁছাতেই চাকরিপ্রার্থীদের অরাজকতা তৈরির লক্ষ্য স্পষ্ট হয়ে যায়। তারা নির্দিষ্ট পথে না গিয়ে ডোরিনা ক্রসিংয়ের দিকে দলবেঁধে রওনা দেয়। পুলিশের ব্যারিকেড ভেঙে অরাজকতা তৈরি করার চেষ্টা করে। যদিও কলকাতা পুলিশের তৎপরতায় কোনও রকম অপ্রীতিকর পরিস্থিতি এড়ানো যায় এদিন। ডোরিনা ক্রসিং পৌঁছতেই তাঁদের গ্রেফতার করে প্রিজন ভ্যানে তোলে কলকাতা পুলিশ।
–
–
–
–
–