হায়দরাবাদের সানাতনগরে ইএসআই হাসপাতালে (Hyderabad esi hospital news) বড় দুর্ঘটনা। মেরামতির কাজের জন্য লাগানো লোহার ফ্রেম এবং কংক্রিটের একটি বড় অংশ হঠাৎ করে ভেঙে পড়ে বিপত্তি। সেই সময় ঘটনাস্থলে পাঁচজন শ্রমিক কাজ করছিলেন। প্রত্যেকেই ধ্বংসস্তূপের নিচে চাপা পড়েন। গুরুতর আহত চার। একজনের মৃত্যুর খবর মিলেছে।ঘটনাস্থলে পৌঁছে সানাতনগর পুলিশ ও হায়দারাবাদ মিউনিসিপ্যাল কর্পোরেশন (GHMC)-র ডিজাস্টার রেসপন্স ফোর্স (Disaster Response Force) দ্রুত উদ্ধারকাজ শুরু করে।

সেন্টারিং কাঠামো ভুলভাবে স্থাপন করার জন্যই এই দুর্ঘটনা বলে প্রাথমিকভাবে জানা গেছে। পাশাপাশি নির্মাণ কাজে খারাপ সামগ্রী ব্যবহার করার অভিযোগও উঠেছে। আহত শ্রমিকদের চিকিৎসা চলছে গান্ধী হাসপাতালে। অভিযুক্তদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে বলে প্রশাসনের তরফে আশ্বাস দেওয়া হয়েছে।

–

–

–

–

–

–

–

–

