Friday, January 9, 2026

আমাকে আঘাত করলে, সারা ভারতবর্ষ হিলিয়ে দেব: হুঙ্কার মমতার

Date:

Share post:

আমাকে আঘাত করলে, সারা ভারতবর্ষ (India) হিলিয়ে দেব- বনগাঁয় SIR নামে বৈধ ভোটাদের বাদ দেওয়ার ষড়যন্ত্রের প্রতিবাদে বনগাঁর ত্রিকোণ পার্কে সভা থেকে হুঙ্কার দিলেন বাংলার মুখ্যমন্ত্রী তথা তৃণমূল (TMC) সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee)। তিনি জানান, ২০২৬-এর নির্বাচনের পরে তিনি সারাদেশে চষে বেড়াবেন। তিনি সাফ জানালেন, ২০২৯ বড়ই ভয়ংকর। ক্ষমতা হারাবে বিজেপি (BJP)।

এদিন সভার প্রথম থেকেই চড়া সুরে বিজেপিকে আক্রমণ করেন মমতা। তাঁর অভিযোগ, নির্বাচন এলেই রাজ্যের তৃণমূলের নেতা-মন্ত্রীদের গ্রেফতার শুরু করে কেন্দ্রীয়  এজেন্সি। মুখ্যমন্ত্রীর কথায়, যদি অনুপ্রবেশের জন্যেই SIR হয়, তাহলে মধ্যপ্রদেশে নাটক করছেন কেন! রাজস্থানে নাটক করছেন কেন! তিনি জানান, বাংলা-সহ চার রাজ্যে নির্বাচন একই সঙ্গে। তিনি বাংলা বাদে আর কোথাও SIR হচ্ছে না, কেন? বাংলাকে পছন্দ না! বাংলাকে জব্দ করতে চাইছো, বাঙালিকে, বাংলা ভাষাকে স্তব্ধ করতে চাইছো?

বাংলায় বিজেপি ভয় দেখিয়ে প্রচার করছে বলে অভিযোগ তৃণমূল সুপ্রিমোরক। তিনি বলেন, রক্তচক্ষু দেখাচ্ছে কেন্দ্রের বিজেপি সরকার। কিন্তু বাংলার মাটির সংগ্রামের মাটি, তারা আপনাদের ভয় পায় না। বাংলা দখল করতে চায় বিজেপি। মমতার কথায়, “বাংলা দখল করতে গিয়ে গুজরাট হারাবে, দেশ হারাবে। তৃণমূলের কেউ কিছু না করলেও তাঁকে জেলে ঢুকিয়ে দেওয়া হয়। বিজেপির চুরি করলেও কিছুই হয় না।”

এসআইআর নিয়ে আতঙ্ক সৃষ্টি হয়েছে বলে দাবি করে মমতা বলেন, “এসআইআর আতঙ্কে ৩৫-৩৬ জনের মৃত্যু। ১০ জন বিএলও হাসপাতালে ভর্তি। কৃষ্ণনগরে রিঙ্কু মৃত্যুর আগে চিঠি লিখে গিয়েছে। লিখেছে আমার মৃত্যুর জন্য নির্বাচন কমিশন দায়ী। তাহলে কার কথায় চলছে? ইন্টারনেট নেই। হোয়াটসঅ্যাপ নেই। রামের জায়গায় শ্যাম চলে যাচ্ছে। ড্রাফ্ট লিস্ট বেরলে বুঝতে পারবেন কী হয়।”  বাংলার মুখ্যমন্ত্রীর কথায়, আমার বাংলা ভালো থাকলে দেশ ভালো থাকবে। আর আঘাত করলে, প্রত্যাঘাত সহ্য করতে হবে।”

ভবিষ্যদ্বাণী করে মমতা বলেন, “বাংলা দখল করতে গিয়ে গুজরাট হারাবে, দেশ হারাবে। ২০২৯ বড় ভয়ংকর। ক্ষমতা হারাবে বিজেপি।” তিনি সাফ জানান, আমাকে (অর্থাৎ বাংলার মানুষকে) আঘাত করলে, সারা ভারতবর্ষ হিলিয়ে দেব।

মমতার তোপ, “বিজেপির কথায় চলছে নির্বাচন কমিশন।” ব্যাখ্যা করে মমতা বলেন, “এসআইআর করতে হবে না আমরা বলিনি। আমরা বলেছি কোনও বৈধ ভোটারের নাম যেন বাদ না যায়। এসআইআর করতে ৩ বছর সময় লাগে। আপনারা ২ মাসে করতে চাইছেন। ভোটের আগে গায়ের জোর দেখিয়ে এসআইআর। আমাকেও সময় দিয়ে আধার কার্ড করতে হয়েছে। এখন বলছে লাগবে না। ব্যাঙ্ক, লক্ষ্মীর ভাণ্ডারে নো আধার। আর এসআইআর হলে ইয়েস আধার।”
আরও খবরআমাকে ছুঁতেও পারবে না: হেলিকপ্টার বিভ্রাট নিয়ে বিজেপি-কে ধুয়ে দিলেন মমতা

এর পরেই বাংলার বিরুদ্ধে বিজেপি-র ষড়যন্ত্রের অভিযোগ তুলে মমতার হুঁশিয়ারি, “জানেন তো, জীবিত বাঘের চেয়ে আহত বাঘ বেশি ভয়ংকর। তাই আঘাত করবেন না। আঘাত করলে প্রত্যাঘাত সহ্য করতে হবে।”

spot_img

Related articles

ইন্দোরে তেজাজি নগরে ট্রাক-গাড়ির মুখোমুখি সংঘর্ষ, মৃত মধ্যপ্রদেশের প্রাক্তন স্বরাষ্ট্রমন্ত্রীর মেয়ে!

শুক্রবার ভোররাতে ভয়াবহ দুর্ঘটনার সাক্ষী রইল মধ্যপ্রদেশের ইন্দোর (Indore, Madhya Pradesh)। তেজাজি নগরে ট্রাক ও চারচাকা গাড়ির মুখোমুখি...

ক্রিকেট ম্যাচ চলাকালীন অসুস্থ, মাঠেই প্রাণ হারালেন রঞ্জি ক্রিকেটার

ক্রিকেট মাঠে ফের শোকের ছায়া। স্থানীয় ক্রিকেট ম্যাচ চলাচালীন মৃত্যু হল ক্রিকেটারের। মিজোরামের প্রাক্তন রঞ্জি ট্রফি ক্রিকেটার কে...

এজলাসে তুমুল হট্টগোল, পিছিয়ে গেল ইডি-আইপ্যাক মামলার শুনানি 

কলকাতায় আইপ্যাকের (IPAC) অফিস ও সংস্থার কর্ণধরের বাড়িতে ইডি হানার প্রতিবাদে হাইকোর্টে মামলা দায়ের করেছে তৃণমূল। পাল্টা মুখ্যমন্ত্রী...

অভিষেকের সভামঞ্চে অভিযোগ, কয়েক ঘণ্টার মধ্যেই পুলিশের হাতে গ্রেফতার অভিযুক্ত

কথা রাখলেন তৃণমূল কংগ্রেসের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় (Abhisek Banarjee)। সভামঞ্চে চোখের জল নিয়ে অভিযোগ জানানো মাত্রই...