Tuesday, November 25, 2025

বিয়ের দুয়ারে এসে বিচ্ছেদের সংকেত! স্মৃতি-পলাশের সম্পর্ক নিয়ে চর্চা তুঙ্গে

Date:

রূপকথার বিয়ে বাড়িতে বিষাদের ছোঁয়া লেগেছিল আগেই। কিন্তু সময় যত এগোচ্ছে এক বিরাট ভাঙনের ইঙ্গিত দিচ্ছে। বাবার অসুস্থতার জন্য পলাশ মুচ্ছলের(Palash Muchhal) সঙ্গে বিয়ে অনির্দিষ্টকালের জন্য পিছিয়ে দিয়েছিলেন স্মৃতি(Smriti Mandhana)। এবার প্রশ্ন উঠছে স্মৃতি-পলাশের বিয়ে আদৌও হবে তো!

বিগত কয়েক বছর ধরেই স্মৃতি-পলাশের প্রেম ছিল চর্চার কেন্দ্রবিন্দুতে। তাঁর মিষ্টি প্রেমের কাহিনী ছিল অনেকের কাছেই অনুপ্রেরণা। বিয়ের(wedding) দিনক্ষণ সবকিছুই ঠিক হয়ে গিয়েছিল। এমনকি মেহেন্দি, সংগীত, গায়ে হলুদ সবই হয়েছিল, বাকি ছিল শুধু সাত পাকে বাধা পড়া। কিন্তু গোপন চ্যাটেই ভেস্তে যেতে চলেছে স্মৃতি-পলাশের বিয়ে!

সমাজমাধ্যমে পলাশের একাধিক চ্যাট প্রকাশ্যে আসে।স্মৃতির((Smriti Mandhana) বান্ধবীর সঙ্গে পলাশের একাধিক চ্যাট সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছে। মেরি ডি কস্টা নামে থানে নিবাসী এক মহিলার সঙ্গে পলাশের ব্যক্তিগত চ্যাট প্রকাশ্যে আসতেই হৈ চৈ পড়ে গিয়েছে। মেরি থানের বাসিন্দ, পেশায় কোরিওগ্রাফার। তাঁকেই আকারে ইঙ্গিতে নানা প্রস্তাব দিয়েছেন পলাশ। এমনকি স্মৃতির সঙ্গে সম্পর্কে থাকাটাও কষ্টকর হয়ে উঠেছে বলে উল্লেখ করেছেন।

বিস্ফোরক এই চ্যাট প্রকাশ্যে আসতেই তীব্র আলোড়ন পড়ে গিয়েছে। তার মধ্যেই জল্পনার মাত্রা বৃদ্ধি করেছে মুচ্ছল পরিবারের সদস্যদের বিবাহ বাসর ছেড়ে যাওয়ার ঘটনা। একইসঙ্গে স্মৃতি এবং তাঁর সতীর্থরা তাদের সোশ্যাল মিডিয়া থেকে বিবাহ অনুষ্ঠানের যাবতীয় ছবি মুছে ফেলেন। নেটিজেনদের প্রশ্ন বিশ্বকাপজয়ী ক্রিকেটারের সঙ্গে বলিউড সুরকারের বিয়ে আদৌও হবে তো! নাকি বিচ্ছেদের সিলমোহর পড়ে গেল।

Related articles

টেস্টে গুরু গম্ভীরকে নিয়ে ভাবতে হবে বিসিসিআইকে, বিকল্প হতে পারেন কারা?

ইডেনে দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে আড়াই দিনে হারের পর গুয়াহাটিতেও প্রবল চাপের মুখে ভারত। শুধু বিদেশের মাঠে নয় গৌতম...

মমতার একের পর এক পত্রাঘাত! তৃণমূল সুপ্রিমোর ঠিকানায় জবাবি চিঠি নির্বাচন কমিশনের

SIR নিয়ে একাধিকবার জাতীয় নির্বাচন কমিশন তথা মুখ্য নির্বাচন কমিশনারকে চিঠি দিয়েছেন তৃণমূল সুপ্রিমো তথা মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়...

ডিজিটাল যুগেও অটুট সুপারম্যানের জনপ্রিয়তা, নিলামে দুষ্প্রাপ্য কমিকস বইয়ের দাম ৮১ কোটি!

প্রতিমুহূর্তে বদলে যাওয়া পৃথিবীতে পড়ার থেকে দেখার প্রতি আকর্ষণ বাড়ছে আট থেকে আশি সকলের। সেখানে দাঁড়িয়ে একটা কমিকস...

আমাকে আঘাত করলে, সারা ভারতবর্ষ হিলিয়ে দেব: হুঙ্কার মমতার

আমাকে আঘাত করলে, সারা ভারতবর্ষ (India) হিলিয়ে দেব- বনগাঁয় SIR নামে বৈধ ভোটাদের বাদ দেওয়ার ষড়যন্ত্রের প্রতিবাদে বনগাঁর...
Exit mobile version