কল্যাণ চৌবেকে কড়া আক্রমণ করলেন বাইচুং ভুটিয়া(Bhaichung Bhutia )। কল্যাণের আমলে ক্রমশ পিছিয়ে যাচ্ছে ভারতীয় ফুটবল। ক্রম তালিকায় পিছিয়ে যাচ্ছে ভারত। এই প্রেক্ষাপটে ফেডারেশন সভাপতিকে স্বভাবসিদ্ধ ভঙ্গিতে আক্রমণ করলেন প্রাক্তন ভারত অধিনায়ক।
কল্যাণের পদে থাকা নিয়ে বাইচুং বলেন, “আগামী বছর বিশ্বকাপ না দেখে কল্যাণ পদ ছাড়বে না। ২০২৬ সালে জুন মাসে বিশ্বকাপ আছে। ফেডারেশন সভাপতি হিসেবে বিশ্বকাপ দেখেই চেয়ার ছাড়বেন কল্যাণ। শেষ কয়েক বছরে ভারতীয় ফুটবল অনেক পিছিয়ে গিয়েছে। এভাবে চলতে থাকলে আমরা ১৫০ নম্বরে চলে যাব।”
ফেডারেশনের নির্বাচনে নিজে না লড়তেও উত্তর পূর্ব ভারত থেকে যে যোগ্য প্রার্থী আছে সেই কথা উল্লেখ করেন বাইচুং(Bhaichung Bhutia )। প্রাক্তন ভারত অধিনায়ক বলেন , “স্বাধীনতার ৭৫ বছর পরেও উত্তরপূর্ব ভারত থেকে কেউ ফেডারেশন সভাপতি হননি, আমি চাইব ফেডারেশনের পরবর্তী নির্বাচনে নর্থইস্ট থেকে কেউ সভাপতি হয়ে আসবেন। মিজোরামের ফুটবল সংস্থার সভাপতি এবং অরুণাচলপ্রদেশের মুখ্যমন্ত্রী ফেডারেশন সভাপতি হওয়ার যোগ্য। ফুটবল প্রশাসনে তাঁদের অবদান রয়েছেন। আশা করব নতুন প্রশাসনের অধীনে ভারতীয় ফুটবলের উন্নতি হবে।”
–
–
–
–
–
