লজ্জাজনক হারের পরও পদ ছাড়ছেন না গৌতম গম্ভীর(Gautam Gambhir), উল্টে নিজের ব্যর্থতাকে ধামাচাপা দিতে নিজের সাফল্যকে হাতিয়ার করলেন। দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে টেস্ট সিরিজে ০-২-এ হারের পর ভারতীয় দলের কোচ গৌতম গম্ভীরের অপসারণের দাবিতে সরব সোশ্যাল মিডিয়া।
ম্যাচ হারের পর প্রথা মাফিক কোচ নিজেই এলেন সাংবাদিক সম্মেলনে। আশা করা হয়েছিল নিজেই সরে যাওয়ার ঘোষণা করবেন সম্মান বজায় রাখতে। দল মান সম্মান খুইয়েছে কিন্তু গম্ভীর অর্নগল কথা বললেন। টেস্টে কোচ হিসেবে থাকবেন তা স্থির করার দায়িত্ব দিলেন বিসিসিআইকেই।
বুধবার গুয়াহাটিতে সাংবাদিক বৈঠকে এই প্রসঙ্গে তাঁকে সরাসরি প্রশ্ন করা হলে গম্ভীর(Gautam Gambhir) বলেন, “এটা বিসিসিআই-এর বিষয়। আমি আগেও বলেছি, ভারতীয় ক্রিকেট গুরুত্বপূর্ণ, আমি গুরুত্বপূর্ণ নই। আমি সেই একই মানুষ, যে ইংল্যান্ডে সাফল্য এনে দিয়েছে, চ্যাম্পিয়ন্স ট্রফি ও এশিয়া কাপ জিতেছে। এই টিম ইন্ডিয়া এমন একটি দল, যারা শিখছে”।
এখানেই থেমে না গম্ভীর আরও বলেন, “মানুষ খুব দ্রুত সবকিছু ভুলে যান। আমিই সেই মানুষ, যার কোচিংয়ে ইংল্যান্ডের মাটিতে তরুণ একটা দল নিয়েও সিরিজ ড্র করেছিল টিম ইন্ডিয়া। আপনারা সবাই নিউজিল্যান্ড সিরিজ নিয়েই কথা বলেন। কিন্তু আমিই সেই মানুষ, যার কোচিংয়ে চ্যাম্পিয়ন্স ট্রফি, এশিয়া কাপও জিতেছে দল। আমি আগেও বলেছি এই দলটা অনভিজ্ঞ। তাঁদের তৈরি হতে আরো সময় লাগবে। কিন্তু দ্রুত এই দল ঘুরে দাঁড়াবে।
দলের এই ব্যর্থতা নিয়ে তিনি বলেন, “আমাদের আরও ভালো খেলতে হবে। ৯৫/১ থেকে ১২২/৭ হওয়া গ্রহণযোগ্য নয়। আপনি কোনো ব্যক্তি বা কোনো নির্দিষ্ট শটকে দোষ দিতে পারেন না। দোষ সবার ওপরই বর্তায়। আমি কখনোই ব্যক্তিগতভাবে কাউকে দোষ দিইনি এবং ভবিষ্যতেও তা করব না।”
রাহুল দ্রাবিড় এসেছিলেন বয়স ভিত্তিক দলের দায়িত্ব ছেড়ে। এসেই যেটা শুরু করলেন বয়স হলেই অবসর নিয়ে নাও। পারফরম্যান্স, টিম কম্বিনেশন বড় কথা নয়। ফলশ্রুতি পূজারা, রাহানে, হনুমা বিহারী, ঋদ্ধিমান সাহাদের মতো টেস্টের জন্য আদর্শ ক্রিকেটারদের দরজা দেখিয়ে দেওয়া হল। গম্ভীর এসে কফিনে শেষ পেরেক পুঁতে দিলেন।
রাহানে, পূজারা মূল ক্রিকেট থেকে দূরে। হনুমা নিজের রাজ্য ছেড়ে হতাশ হয়ে ত্রিপুরার হয়ে রঞ্জি খেলছেন৷ অশ্বিনের মতো ইন ফর্ম এবং তর্কাতীতভাবে ভারতের সর্বকালের অন্যতম শ্রেষ্ঠ টেস্ট অলরাউন্ডারকে ছেঁটে ফেলা হলো। বিরাট, রোহিত অবসরে গেলেন। এলেন কারা? তারা ঘরোয়া ক্রিকেটেও পরীক্ষিত নন। একমাত্র পারফরম্যান্স আইপিএলে।টি২০ দেখে টেস্টের দল বানালে যা হয় তাই হল।
গম্ভীর এই ব্যাখ্যা নিশ্চয়ই বোর্ডের কাছেও রাখবেন। দেখার বিষয়, এই ব্যাখ্যার পর কোচ নিয়ে কী সিদ্ধান্ত নেয় তারা।
–
–
–
