গঙ্গাসাগর মেলাকে কেন্দ্র করে প্রশাসনিক প্রস্তুতির খতিয়ান তুলতে বৃহস্পতিবার নবান্নে উচ্চপর্যায়ের বৈঠকে বসছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। মুখ্যমন্ত্রী, মুখ্যসচিব সহ একাধিক দফতরের মন্ত্রী ও আধিকারিকেরা ওই বৈঠকে উপস্থিত থাকবেন। আগামী ৬ ও ৭ জানুয়ারি নির্ধারিত মেলা নির্বিঘ্ন ও সফলভাবে আয়োজনের লক্ষ্যে ইতিমধ্যেই বিভিন্ন দফতর প্রস্তুতি শুরু করেছে। সেই কাজের অগ্রগতিই খতিয়ে দেখবেন মুখ্যমন্ত্রী বলে প্রশাসনিক সূত্রে জানা গিয়েছে।
প্রতি বছর ডিসেম্বরের শেষ বা জানুয়ারির শুরুতে গঙ্গাসাগর প্রস্তুতি পর্যালোচনায় মুখ্যমন্ত্রীর বৈঠক আয়োজন করা হয়। এ বছর সেই বৈঠকের বিশেষ গুরুত্ব রয়েছে। প্রশাসনিক মহলের অনুমান, মুখ্যমন্ত্রীর উপস্থিতিতে এদিনই গঙ্গাসাগর সেতুর নির্মাণকাজ শুরুর তারিখ ঘোষণা হতে পারে। তার আগে অর্থদপ্তরের প্রয়োজনীয় ছাড়পত্রও চূড়ান্ত করার প্রক্রিয়া চলছে।
রাজ্যের এক আধিকারিক জানান, প্রস্তাবিত সেতুটি হবে চার কিলোমিটার দীর্ঘ ‘ওভারডোজড কেবল স্টেইড’ কাঠামো, যা দাঁড়াবে ২১টি পিলারের উপর। এর মধ্যে ১৯টি তৈরি হবে মুড়িগঙ্গার বুকে। ইঞ্জিনিয়ারিং মহলের মতে, এশিয়ায় এই ধরনের স্থাপত্য এক অনন্য নজির তৈরি করবে।
সেতু নির্মাণ সম্পন্ন হলে সাগরদ্বীপে পৌঁছতে আর স্টিমার বা ভেসেলের উপর নির্ভর করতে হবে না। সরাসরি সড়ক সংযোগ তৈরি হলে গাড়ি নিয়েই পৌঁছানো যাবে দ্বীপে, যা প্রতি বছর দেশ-বিদেশ থেকে আগত লক্ষাধিক পুণ্যার্থীর জন্য বড় সুবিধা। নির্মাণ শেষ হতে অন্তত চার বছর সময় লাগবে বলে জানা গেছে। পরিবহণ সুবিধা বাড়ার পাশাপাশি স্থানীয় উন্নয়নেও এর ইতিবাচক প্রভাব পড়বে বলে আশাবাদী এলাকার মানুষ।
আরও পড়ুন – ফোন করে কুণালের শারীরিক পরিস্থিতির খোঁজ নিলেন পার্থ! আর কী কথা হল দুজনের
_
_
_
_
_
_
