কুণাল ঘোষের (Kunal Ghosh) খবর নিতে ফোন করলেন তৃণমূল (TMC) থেকে সাসপেন্ডেড তথা রাজ্যের প্রাক্তন মন্ত্রী পার্থ চট্টোপাধ্যায় (Partha Chatterjee)। বাথরুমে পড়ে পা ভেঙেছে তৃণমূল রাজ্য সাধারণ সম্পাদকের। অস্ত্রোপচারের পরে এখন সল্টলেকের এক হাসপাতালে চিকিৎসাধন তিনি। সেখানেই বুধবার সকালে তাঁকে ফোন করেন পার্থ। কী কথা হয় দুজনের?
কুণালের ঘনিষ্ঠ মহল সূত্রে খবর, তৃণমূলের রাজ্য সাধারণ সম্পাদকের শারীরিক পরিস্থিত সম্পর্কে খোঁজ নেন পার্থ। নিয়োগ মামলায় সম্প্রতি জেলমুক্তি ঘটেছে তাঁর। এই বিষয় নিয়েও পার্থ তাঁর একসময়ের সহকর্মীর সঙ্গে কথা বলেন বলে সূত্রের খবর। প্রাক্তন শিক্ষামন্ত্রী কাঁদো কাঁদো হয়ে বলেন, “বিশ্বাস করো, আমি চুরি করিনি।“ প্রাণপণ বোঝানোর চেষ্টা করেন, তাঁকে ভুল বোঝা হয়েছে। কুণালও না কি তাঁকে বলেন, এইসব নিয়ে না ভেবে পার্থ যেন নিজের শরীরের খেয়াল রাখেন।
তবে পরে এই বিষয়ে কোনও মন্তব্য না করে কুণাল (Kunal Ghosh) শুধু জানান, “উনি আমার দীর্ঘদিনের পরিচিত। কারও কাছ থেকে আমার পা ভাঙার খবর জানতে পেরে, আমার খোঁজ নিতে ফোন করেছিলেন। কথা হয়েছে।”
সোমবার দুপুরে বাড়ির বাথরুমে পড়ে পা ভাঙে তৃণমূলের রাজ্য সাধারণ সম্পাদকের। মঙ্গলবার তাঁর অস্ত্রোপচারও হয়েছে। সেদিন তাঁকে দেখতে হাসপাতালে যান মন্ত্রী অরূপ বিশ্বাস, ব্রাত্য বসু, তৃণমূল নেতা পরেশ পাল, পরিচালক অরিন্দম শীল, মোহনবাগান কর্তা দেবাশিস দত্ত-সহ অনেকেই। সেই ছবি নিজেই স্যোশাল মিডিয়ায় পোস্ট করেন কুণাল। এদিনও তাঁর সঙ্গে হাসপাতালে যান দলের অনেক নেতা-নেত্রী।
–
–
–
–
–
–
