Thursday, January 29, 2026

‘প্লে-বয়’ পলাশ! স্মৃতির স্টাইলেই প্রাক্তন প্রেমিকাকে প্রপোজের ছবি ভাইরাল বলিউড সুরকারের

Date:

Share post:

পলাশ মুচ্ছল (Palash Muchhal) কি শুধু গার্লফ্রেন্ডদের ‘চিট’ করতেই সিদ্ধহস্ত নাকি আরও কিছু করেন তিনি, এ প্রশ্নই এখন ঘোরাফেরা করছে নেট দুনিয়ায়। বিয়ের রাতে কোরিওগ্রাফার মেরির সঙ্গে পলাশের হোয়াটসঅ্যাপ চ্যাট ভাইরাল হওয়ার পর এবার খবরের শিরোনামে উঠে এসেছেন আর এক মহিলা, নাম বিরভা শাহ (Birva Shah)। তিনি পলাশের প্রাক্তন প্রেমিকা। যে ছবিটি ভাইরাল হয়েছে সেখানে দেখা গেছে একেবারে স্মৃতি মান্ধানাকে (Smriti Mandhana) যেভাবে হাঁটু গেড়ে বসে প্রপোজ করেছিলেন বলিউডের সুরকার সেই একই স্টাইলে বিরভাকেও প্রপোজ করার মুহূর্ত। ভারতীয় মহিলা ক্রিকেটের ভাইস ক্যাপ্টেনের সঙ্গে বিয়ে ভাঙ্গার জল্পনার মাঝেই পলাশের এই নতুন ছবি বিতর্ক বাড়িয়েছে।

দিন কয়েক আগে ডি ওয়াই প্যাটেল স্টেডিয়ামে ঘটা করে ফিল্মি স্টাইলে স্মৃতিকে প্রপোজ করেছিলেন পলাশ। গোটা নেট দুনিয়া দুজনের প্রেম কাহিনীতে বুঁদ হয়েছিল। তারপর বিয়ের রাতেই একে একে গোপন তথ্য প্রকাশে আসতে শুরু করে। কখনও অন্য মহিলার সঙ্গে একত্রে সাঁতার কাটার প্রস্তাব, কখনও বা একই স্টাইলে আগের প্রেমিকাকে প্রপোজ করার ছবি বারবার পলাশকে ‘চিটার’ তকমা দিতে বাধ্য করছে স্মৃতির অনুরাগীদের। যদিও বলিউড সুরকার এই নিয়ে একটি মন্তব্যও করেননি। তাহলে কি মৌনতা সম্মতির লক্ষণ? এরই মাঝে ফিরেছে পলাশের পুরনো প্রেম কাহিনীর খবর।২০১৭ সালের ফেব্রুয়ারি মাসে চারদিকে গোলাপ ফুল দিয়ে ‘লাভ সাইন’ সাজিয়ে হাঁটু মুড়ে প্রোপোজ করেছিলেন মুম্বইয়ের জয় হিন্দ কলেজের ছাত্রী বিরভাকে। সেই ছবি সোশাল মিডিয়ায় দিয়ে পলাশ লিখেছিলেন, ‘ফরএভার’। তবে সেই সম্পর্ক বেশিদিন টেকেনি। অনেকেই মনে করছেন, বিরভার সঙ্গেও সম্ভবত ‘চিটিং’ করেছিলেন পলাশ। নাহলে প্রোপোজের দু’বছরের মধ্যেই কীভাবে স্মৃতির সঙ্গে সম্পর্কে জড়ান? এছাড়া গায়কের সঙ্গে কোরিওগ্রাফারের মাখোমাখো চ্যাটও রীতিমত চর্চায় রয়েছে। স্মৃতি, জেমিমা, রাধা, শ্রেয়াঙ্কাদের পর এবার স্মৃতির ভাইও আনফলো করেছেন পলাশকে। শোনা যাচ্ছে পলাশের সঙ্গে সঙ্গে বিয়ের আগের রাতেই ঝামেলা হয় ক্রিকেটারের বাবার আর সেখান থেকেই অসুস্থতা। চ্যাটের স্ক্রিনশট মেনে নেওয়া ভারতীয় মহিলা ক্রিকেটের ‘ক্যুইন’-এর জন্য মেনে নেওয়ার সত্যিই কষ্টকর। নেটপাড়া থেকে সোশ্যাল মিডিয়া স্মৃতির পাশে থাকার বার্তা দিয়েছে।

 

spot_img

Related articles

আজ মহারাষ্ট্রের উপমুখ্যমন্ত্রীর শেষকৃত্য, অজিতের বাসভবনে সকাল থেকে ভিড় কর্মী – সমর্থকদের

বিমান দুর্ঘটনায় (Plane Accident) প্রয়াত এনসিপি নেতা অজিত পাওয়ারকে (Ajit Pawar) শেষ শ্রদ্ধা জানাতে বৃহস্পতিবার সকাল থেকে তাঁর...

আজকের রাশিফল

মেষ: দুশ্চিন্তার মেঘ কাটছে, গুরুজনের স্বাস্থ্যের উন্নতিতে মনে শান্তি ফিরবে। জীবনসঙ্গীর সঙ্গে রসায়ন জমজমাট। দীর্ঘদিনের লালিত স্বপ্ন সত্যি...

হোটেলে এক ঘণ্টা সেলিম-হুমায়ুন: বিধানসভা ভোটের আগে রফার চেষ্টা

সাম্প্রদায়িক কোনও দলের সঙ্গেই যাবেন না দাবি করা সিপিআইএম কী শেষ পর্যন্ত মসজিদ তৈরি করা হুমায়ুন কবীরের হাত...

বইমেলা প্রাঙ্গণে কুণাল-রানা-দেবাংশু, উপচে পড়া ভিড় বালিতে

হাওড়ার বালিতে শুরু হয়েছে চতুর্থ বর্ষের বালি বইমেলা। বুধবার সন্ধ্যায় সেই মেলা প্রাঙ্গণে উপস্থিত হয়ে বইপ্রেমীদের উৎসাহ বাড়ালেন...