মন ভালো নেই স্মৃতি মান্ধানার!বিশ্বকাপ জয়ের পরই পরিকল্পনা করেছিলেন বিয়ে পিড়িতে বসার। পরিকল্পনা মতোই মেহেন্দি, সংগীত মনকি গায়ে হলুদও হয়েগিল। কিন্তু বিয়ের দিনেই হল বিপত্তি। প্রথমে বাবার অসুস্থতা, তারপরে পলাশের কীর্তি ফাঁস। শেষে কেবিসির শো-ও বাতিল করে দিলেন স্মৃতি।
ভারতের বিশ্বকাপজয়ী ক্রিকেটারদের কেবিসি ১৭-র একটি বিশেষ পর্ব হওয়ার কথা ছিল। সেখানে হরমনপ্রীত, রিচা, শেফালি ভর্মা, দীপ্তি শর্মা, স্নেহ রানা, কোচ অমোল মুজুমদারের সঙ্গে থাকার কথা ছিল সহ অধিনায়ক স্মৃতিরও। কিন্তু বিগত কয়েকদিনে স্মৃতির জীবনে ঝড় বয়ে গিয়েছে। বাবার অসুস্থতার জন্য বিয়ে আপাতত স্থগিত রেখেছেন স্মৃতি। কিন্তু নেহা ডি কোস্টার সঙ্গে চ্যাট ফাঁস হতেই জল্পনা শুরু হয়েছে স্মৃতি আর পলাশকে বিয়ে করবেন কিনা।
এখানেই শেষ নয় পলাশের আরও কীর্তি প্রকাশ্যে এসেছে, এর আগেও পলাশ এর আগেও এক মহিলাকে প্রেম নিবেদন করেছেন। সেই ছবিও প্রকাশ্যে এসেছে। সব মিলিয়ে স্মৃতি পলাশের সম্পর্ক তলানিতে গিয়ে ঠেকেছে। এই প্রেক্ষাপটে অমিতাভ বচ্চনের সঙ্গে শো-ও বাতিল করে নিলেন স্মৃতি। তবে টিম ইন্ডিয়ার বাকি সদস্যারা উপস্থিত থাকবেন।
–
–
–
–
