টেস্ট ক্রিকেটে ভারতের সবচেয়ে বড় রানে হার,৬৬ বছরে প্রথমবার ৭টা টেস্টের ৫টাতেই হার, ৩০ বছরে ঘরের মাঠে প্রথমবার সেঞ্চুরিবিহীন ম্যাচ, তাঁর প্রশিক্ষণে দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে দেশের মাটিতে টেস্ট সিরিজে ২-০ কচুকাটা হল ভারত। ২৫ বছর পর ভারতের মাটি থেকে টেস্ট সিরিজ জিতল দক্ষিণ আফ্রিকা। দেশের মাঠে সবথেকে বড় পরাজয়। গম্ভীরের কোচিংয়ে শুধুই লজ্জার রেকর্ড।
কেন এমন ফল হচ্ছে ভারতের। টিম ইন্ডিয়ার শোচনীয় পারফরম্যান্সের পরই সোশ্যাল মিডিয়ায় নিজের সোশ্যাল মিডিয়ায় সৌরভ (Sourav Ganguly) তুলে ধরেছেন ভারতের হারের কারণ।
সমাজ মাধ্যমে মহারাজ লিখেছেন, “প্রথম টেস্টের জন্য দারুণ কাজ করেছে গুয়াহাটি। টেস্টের জন্য দারুণ পিচ ছিল। স্টেডিয়ামের সুবিধাগুলোর অভিজ্ঞতাও অসাধারণ। ব্যাটার থেকে বোলার সবার জন্য সুবিধা ছিল। জানসেনের ৫ উইকেট, ব্যাটারদের রান করা এবং দিন ৪ ও ৫-এ স্পিনের ভূমিকা—সব মিলিয়ে নিখুঁত।”
Well done Guwahati on the first test .. fantastic test pitch..my experience of stadium facilities superb..had something for everyone..Jansen 5 wickets batters scoring runs and spin coming into play on day4 and 5 .SA were special..young indian team on transition..they will get…
— Sourav Ganguly (@SGanguly99) November 26, 2025
এখানেই থেমে না থেকে সৌরভ(Sourav Ganguly) বলেন, “এই সিরিজে দক্ষিণ আফ্রিকা দারুন খেলেছে। ভারতীয় দল তরুণদের নিয়ে তৈরি। ফলে তাদের সময় দিতে হবে। এই দল ট্রানজিশান পিরিয়ডের মধ্য দিয়ে ভারত যাচ্ছে।”
–
–
–
–
