Wednesday, November 26, 2025

গায়ের উপর বাস্কেটবল পোল ভেঙে কোর্টেই মৃত্যু খেলোয়াড়ের

Date:

ফের একবার প্রশ্নের মুখে খেলোয়াড়দের জীবন! খেলতে গিয়ে পেশাদার খেলোয়াড়রা অনেকেই মৃত্যুর মুখে পড়েছেন। এবার হরিয়ানায় ১৬ বছরের জাতীয় স্তরের এক বাস্কেটবল প্লেয়ার(basketball player ) অনুশীলনের সময়ে দুর্ঘটনার কবলে পড়ে প্রাণ হারালেন। ইতিমধ্যেই ঘটনার একটি ফুটেজ সোশ্যাল মিডিয়াতে ভাইরাল।

ভিডিওতে দেখা গিয়েছে, হরিয়ানার রোহতকে লখন মাজরা নামে একটি বাস্কেটবল কোর্টে অনুশীলন করছিলেন হার্দিক(Hardik)। ঘটনার আগে হার্দিক একাই কোর্টে অনুশীলন করছিলেন এবং তিনি কোর্টের থ্রি পয়েন্ট লাইন থেকে দৌড়ে সেমি সার্কেল লাইনে যান। এরপর বাস্কেটকে টাচ করার জন্য লাফ দেন তিনি। সাধারণত বাস্কেটবল প্লেয়াররা তাঁদের গোল করার ক্ষমতা বাড়ানোর জন্য বাস্কেট টাচ করেন। হার্দিকও সেটাই করছিলেন এবং প্রথমবার টাচটা ঠিকমতো করেন। পরেরবার টাচ করতে যান কিন্তু বাস্কেটটিকে টাচ না করে সেটার রিমকে ছুঁতেই বাস্কেট সহ পোলটা মাটি থেকে উপড়ে তার উপরে গিয়ে পড়ে। সরাসরি বুকের উপরে পড়ে যায় পোলটা।

এর ফলেই পড়ে যান হার্দিক(Hardik)। হার্দিককে এভাবে পড়ে থাকতে দেখে কোর্টের বাইরে থেকে লোকজন এসে তাঁকে উদ্ধার করে। কিন্তু ততক্ষণে মৃত্যু হয় তাঁর। কিছুদিন আগেই হার্দিক বাস্কেটবলের জাতীয় দলে ডাক পান। এক টানা প্রস্তুতি চালাচ্ছিলেন তিনি। তাঁর বাবা সন্দীপ রাঠি নিজের দুই সন্তানকেই বাস্কেটবলের জন্য স্থানীয় একটি ক্লাবে ভর্তি করেছিলেন আর সেখানেই ঘটল দুর্ঘটনা।

কিছুদিন আগেই হরিয়ানার বাহাদুরগড়ে ১৫ বছরের এক বাস্কেটবল প্লেয়ার আমন স্টেডিয়ামে অনুশীলন করছিলেন। তার উপর বাস্কেটবল পোল ভেড়ে পড়ে এবং তিনি মারা যান। পর পর কয়েকটি ঘটনার পর থেকেই প্রশ্নের মুখে পড়ছে স্পোর্টস স্কুলগুলোর সুরক্ষা। বিশেষ করে হরিয়ানা যেখান থেকে অ্যাথলিটরা উঠে আসেন, সেখানকার আসল পরিকাঠামো যে একেবারেই আতস কাঁচের নিচে সেই বিষয়ে সন্দেহের অবকাশ নেই।

Related articles

সংবিধান দিবসে গণতন্ত্রের সঙ্কট প্রসঙ্গে সরব মমতা, আদর্শ রক্ষার অঙ্গীকার অভিষেকের 

আজ সংবিধান দিবস (Constitution Day)। ১৯৪৯ সালের ২৬ নভেম্বর সংবিধান অনুমোদিত হয়েছিল। প্রণয়ন করেছিলেন ডক্টর বি আর আম্বেদকর।...

মালদহে শুটআউট! কাজ থেকে ফেরার সময় পাঁপড় বিক্রেতাকে গুলি করে খুন

রাতের অন্ধকারে জাতীয় সড়কের উপরে ব্যবসায়ীকে গুলি করে খুনের অভিযোগ দুষ্কৃতীদের বিরুদ্ধে। মঙ্গলবার রাতে ঘটনাটি ঘটেছে মালদহের কালিয়াচক...

রাজ্যজুড়ে নামল পারদ, জেলায় জেলায় শীতের আমেজ 

এক লাফে কলকাতার সর্বনিম্ন পারদ ১৬ ডিগ্রি, রাজ্যজুড়ে শীতের আমেজ। আলিপুর আবহাওয়া দফতর (Alipore Weather Department) জানিয়েছে পশ্চিমের...

বিয়ের মরশুমের শুরুতেই সাতপাকে বাঁধা পড়লেন ‘কিশোরী’ গায়িকা অন্তরা

'প্রেমের জোয়ারে দু কূল ভেসেছে' কিন্তু ভালোবাসার তরী ডুবে যায়নি বরং সোজা জুড়ে গেছে আইটি মননে। আসলে প্রেমের...
Exit mobile version