আন্তর্জাতিক পর্যটন (Tourism )মানচিত্রে ফের বড়সড় সাফল্য পেল পশ্চিমবঙ্গ(West Benagl)। বিদেশি পর্যটক ( Foreign Tourist )টানার নিরিখে গোটা দেশের মধ্যে দ্বিতীয় স্থান অধিকার করল রাজ্য। বুধবার নিজের এক্স (সাবেক টুইটার) হ্যান্ডেলে এই সুখবর জানালেন স্বয়ং মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। কেন্দ্রীয় পর্যটন মন্ত্রকের সদ্য প্রকাশিত রিপোর্টকে উদ্ধৃত করে তিনি জানান, বিশ্বজুড়ে পর্যটকদের পছন্দের গন্তব্য হিসেবে বাংলা আজ এক নতুন উচ্চতায় পৌঁছেছে।

মুখ্যমন্ত্রী এদিন ‘ইন্ডিয়া টুরিজম ডেটা কম্পেন্ডিয়াম ২০২৫’ (India Tourism Data Compendium 2025)-এর পরিসংখ্যান তুলে ধরেন। তিনি লেখেন, “আমি গর্বের সঙ্গে জানাচ্ছি যে, পশ্চিমবঙ্গ আন্তর্জাতিক পর্যটকদের কাছে অন্যতম পছন্দের গন্তব্য হিসেবে উঠে এসেছে এবং আরও একটি মাইলফলক স্পর্শ করেছে। ভারত সরকারের পর্যটন মন্ত্রকের প্রকাশিত সাম্প্রতিক তথ্য অনুযায়ী, বিদেশি পর্যটকদের আগমনের সংখ্যার বিচারে পশ্চিমবঙ্গ দেশের মধ্যে দ্বিতীয় স্থান অর্জন করেছে।”

কোভিড-পরবর্তী সময়ে বিশ্বজুড়েই পর্যটন শিল্প বড় ধাক্কা খেয়েছিল। কিন্তু সেই কঠিন সময় পেরিয়ে বাংলা যে ভাবে ঘুরে দাঁড়িয়েছে, তাকেই কুর্নিশ জানিয়েছেন মুখ্যমন্ত্রী। তাঁর মতে, এই সাফল্য হঠাৎ করে আসেনি, বরং এটি রাজ্য সরকারের ধারাবাহিক প্রচেষ্টারই ফসল। তিনি উল্লেখ করেন, রাজ্যের পর্যটন দপ্তর গত কয়েক বছরে বেশ কিছু নতুন ক্ষেত্রের ওপর বিশেষ জোর দিয়েছে। এর মধ্যে উৎসব পর্যটন (Festival Tourism), ধর্মীয় পর্যটন (Religious Tourism) এবং মাইস (MICE – মিটিং, ইনসেনটিভ, কনফারেন্স ও এক্সিবিশন) টুরিজম অন্যতম। দুর্গাপুজোর ইউনেস্কো স্বীকৃতি থেকে শুরু করে জঙ্গলমহল ও পাহাড়ের পর্যটন পরিকাঠামো উন্নয়ন—সব মিলিয়েই বিদেশি পর্যটকদের কাছে রাজ্যের আকর্ষণ বেড়েছে।

বাংলার এই সাফল্যে উচ্ছ্বসিত মুখ্যমন্ত্রী দেশ ও বিদেশের সমস্ত পর্যটককে( Foreign Tourist )রাজ্যে আসার আমন্ত্রণ জানিয়েছেন। তিনি লেখেন, “আমি দেশি ও বিদেশি সমস্ত পর্যটককে ‘ভারতের মিষ্টিতম অংশ’ (Sweetest Part of India) এই পশ্চিমবঙ্গে আসার জন্য স্বাগত জানাচ্ছি। আপনারা আসুন এবং বাংলার সৌন্দর্য, সংস্কৃতি ও ঐতিহ্যের সাক্ষী থাকুন।”

একইসঙ্গে, এই সাফল্যের পেছনে যাদের অবদান রয়েছে, সেই সমস্ত পর্যটন ব্যবসায়ী, কর্মী এবং সংশ্লিষ্ট সকল অংশীদারদের ধন্যবাদ ও অভিনন্দন জানিয়েছেন মুখ্যমন্ত্রী। রাজনৈতিক ও প্রশাসনিক মহলের মতে, লোকসভা ভোটের আগে এবং বিশ্ববঙ্গ বাণিজ্য সম্মেলনের প্রেক্ষাপটে পর্যটনের এই পরিসংখ্যান রাজ্যের ভাবমূর্তিকে জাতীয় স্তরে আরও উজ্জ্বল করবে।

–

–

–



