Thursday, November 27, 2025

শাসক-বিরোধী তরজার মধ্যেই শুরু ভলিবলে রাজ্য চ্যাম্পিয়নশিপ, অতিথি মেয়র

Date:

বিতর্কে জেরবার ময়দানে ভলিবল তাঁবুতে। শাসক বিরোধী তরজার মধ্যেই বৃহস্পতিবার থেকে শুরু হল রাজ্য চ্যাম্পিয়নশিপ(State Vollyball Championship )। ময়দান নয় এবার মহিলাদের রাজ্য চ্যাম্পিয়নশিপ(State Vollyball Championship )হচ্ছে বেলেঘাটা বালক বৃন্দের মাঠে।টুর্নামেন্টে মোট আটটি টিম খেলবে নকআউট পর্বে।    ব্যস্ত সুচির মধ্যে খনিকের জন্য এলেন মেয়র তথা রাজ্য ভলিবলের সভাপতি ফিরহাদ হাকিম(Firhad Hakim )। তবে তিনি কোনও বক্তব্য রাখেননি।

প্রাথমিকভাবে এই চ্যাম্পিয়নশিপ ঘিরে উতসাহ কম থাকলেও পরে তা বাড়বে বলেই মনে করছে রাজ্য ভলিবল সংস্থা। সাংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে রথীন রায় চৌধুরী বলেন, ময়দানে খেলা হলে অনেক মানুষ আসেন তা দেখতে। কিন্তু এখানে আয়োজকরা কতটা প্ৰচার করেছেন সেটা বোঝা যাচ্ছে না , আগামী দিনে খেলা দেখতে মানুষ আসবেন।

তাঁর বিরুদ্ধে একাধিক অভিযোগ তুলেছেন বিরোধী শিবির। কিন্ত রথীন আছেন নিজের যুক্তিতেই অনড়। তাঁর কথায়, আমাদের এখানে বিরোধী বলে কেউ নেই কয়েক গুটি কত কয়েকজন হইহোল্ডার করার চেষ্টা করছেন তাদের কখনো জাতীয় স্তরের প্রতিযোগিতায় খেলেননি বিরোধীরা খালি ভোট চাইছে কিন্তু নিয়ম মেনেই ২০১০ এর ভোট হয়েছে। চার বছর পর আবার ভোট হবে।

জেলা সংস্থাগুলিকে যে অনুদান দেওয়া হয় তার কোন হিসেব নেওয়া হয় না, এই বিষয়ে রাজ্য ভলিবল সংস্থা আগেই জানিয়েছিল তারা এবার থেকে হিসেব নেবেন। তবে রথীনের কথায়,  বছরে পনেরো হাজার টাকা করে দেওয়া হয় সেই টাকা চারটে বল কিনতেই শেষ হয়ে যায়। জেলা সংস্থার অনেকেই এইসব বিষয়ে বোঝেন না। তাই তাদের থেকে হিসেব কীভাবে নেওয়া হবে তবু এই বিষয়ে একটা সার্কুলার পাঠানো হবে। তবে বিরোধীদের যে সাংবিধান দেখাতে তিনি তৈরি সেটা জানিয়ে রাখলেন।

Related articles

বিশ্বমানের গঙ্গাসাগর মেলা: একমাস আগে থেকে প্রস্তুত থাকার নির্দেশ নবান্নর

এবছর মহাকুম্ভ নেই। ফলে মকর সংক্রান্তিতে দেশের একটা বড় অংশের সাধু-সন্নাসী থেকে পুণ্যার্থীদের গন্তব্য হতে চলেছে বাংলার গঙ্গাসাগর...

ডাল-ভাতের টাকাই তো দেয় না, কোপ শিশুদের পুষ্টিতে! কেন্দ্রকে কটাক্ষ ব্রাত্যর

পুষ্টি আজ বহু মূল্য। যেখানে ডিমের জন্য সরকারি বরাদ্দ মাত্র সাড়ে ৬ টাকা সেখানে খুচরো বাজারে ডিমের দাম...

IPS, WBPS আধিকারিকদের বদলি: একাধিক জেলার পুলিশ সুপার বদল

দ্বিতীয় দিন অব্যাহত রাজ্য পুলিশে বড়সড় রদবদল। বুধবার ওসি–আইসি স্তরের বদলির পর বৃহস্পতিবার একযোগে দশ জেলার পুলিশ সুপারকে...

বিধাননগরে রাজ্য স্তরের যোগাসন প্রতিযোগিতা, সেরা পূর্ব মেদিনীপুর

বিধাননগর সরকারি উচ্চ বিদ্যালয়ে ২৩ ও ২৪ নভেম্বর অনুষ্ঠিত হল ৬৯তম রাজ্য বিদ্যালয় যোগাসন প্রতিযোগিতা। অনূর্ধ্ব ১৪ বছর...
Exit mobile version