Friday, November 28, 2025

রবিবারের গেরোয় কমছে ছুটি! ২০২৬-এ পুজোয় মিলবে না টানা বিরতি

Date:

২০২৬ সালে সরকারি কর্মীদের উৎসবের ছুটি আগের বছরের তুলনায় কমছে। বৃহস্পতিবার অর্থ দফতর আগামী বছরের সরকারি ছুটির তালিকা প্রকাশ করার পরই পরিষ্কার হয়েছে—রবিবারে পড়া একাধিক উৎসবই কমিয়ে দেবে বিরতির দিনসংখ্যা।

চলতি বছরে দুর্গাপুজোয় টানা ১৪ দিনের ছুটি মিলেছিল সরকারি কর্মীদের। কিন্তু ২০২৬ সালে পুজোর ছুটি শুরু হবে চতুর্থীর দিন ১৫ অক্টোবর থেকে এবং চলবে ২৬ অক্টোবর পর্যন্ত। মোট ছুটি ১২ দিন। এর মধ্যে ২২, ২৩ ও ২৪ অক্টোবর অতিরিক্ত ছুটি হিসেবে যুক্ত হয়েছে। তবে গতবারের মতো লম্বা টানা ছুটির স্বাদ আর মিলছে না।

কালীপুজো–ভাইফোঁটাতেও কমছে ছুটি। ২০২৬ সালে মিলবে ৫ দিনের বিরতি। কিন্তু কালীপুজো পড়েছে রবিবারে, ফলে কার্যত ৪ দিন ছুটিই হাতে থাকবে। কালীপুজো ৮ নভেম্বর, আর ছুটি থাকবে ১২ নভেম্বর পর্যন্ত। নতুন বছরে আরও কয়েকটি বড় উৎসব পড়েছে রবিবারে—শিবরাত্রি, মহাসপ্তমী, লক্ষ্মীপুজো, ছট্ পুজো ও বিরসা মুণ্ডার জন্মদিন। ফলে সরকারি কর্মচারীরা এই উৎসবগুলোর কোনও আলাদা ছুটি পাবেন না। পাশাপাশি ইদ, রবীন্দ্রজয়ন্তী, স্বাধীনতা দিবস এবং মহালয়া পড়েছে শনিবারে। বহু সরকারি দফতর শনিবার বন্ধ থাকায় আলাদা কোনও ছুটি ঘোষণা করা হয়নি।

নেতাজি জন্মদিন ও সরস্বতী পুজো একই দিনে—শুক্রবার। ফলে দুটি উৎসবেই এক দিন ছুটি মিলবে। তবে পরের দু’দিন শনি–রবি থাকায় কর্মীরা মোট তিন দিনের বিরতি উপভোগ করতে পারবেন। একইভাবে প্রজাতন্ত্র দিবস সোমবার পড়ায় তার আগের শনি–রবিবার মিলিয়ে টানা তিন দিনের ছুটি মিলবে। মে দিবস ও বুদ্ধপূর্ণিমা একই দিনে পড়ায় আর এক সম্ভাব্য ছুটিও নষ্ট হয়েছে। তবু স্বস্তির খবরে বড়দিন শুক্রবার পড়ায় ২০২৬ সালে বড়দিনের সঙ্গে শনি–রবিবার মিলিয়ে টানা তিন দিনের ছুটি মিলবে সরকারি কর্মীদের।

আরও পড়ুন- ডাল-ভাতের টাকাই তো দেয় না, কোপ শিশুদের পুষ্টিতে! কেন্দ্রকে কটাক্ষ ব্রাত্যর

_

 

_

 

_

 

_

 

_

 

_

Related articles

WPL নিলামে নজর কাড়লেন দীপ্তি শর্মা, বাংলা থেকে দল পেলেন কারা? জানুন সব তথ্য

বৃহস্পতিবার  দিল্লিতে হল মহিলাদের প্রিমিয়ার লিগের(WPL) নিলাম। একাধিক তারকা ক্রিকেটারের দিকে নজর ছিল। কারা দল পেলেন? কারা অবিক্রিত...

বেপরোয়া গতি! নিউটাউনে নিয়ন্ত্রণ হারালো স্কুটি, মৃত চালক

রাতের শহরে ফের বেপরোয়া গতি দুচাকার গাড়ির। ফলও মিলল হাতেনাতে। নিউটাউনে অনিয়ন্ত্রিত গতির জেরে দুর্ঘটনার কবলে একটি স্কুটি।...

শ্যাম সুন্দর কোং জুয়েলার্সের ‘শুভ বিবাহ উৎসব’: ভারতীয় ঐতিহ্যের উদযাপন

শ্যাম সুন্দর কোং জুয়েলার্স নিয়ে এসেছে 'শুভ বিবাহ উৎসব'। আগামী ১৮ নভেম্বের থেকে ৩১ ডিসেম্বর ২০২৫ পর্যন্ত শ্যাম...

বিশ্বমানের গঙ্গাসাগর মেলা: একমাস আগে থেকে প্রস্তুত থাকার নির্দেশ নবান্নর

এবছর মহাকুম্ভ নেই। ফলে মকর সংক্রান্তিতে দেশের একটা বড় অংশের সাধু-সন্নাসী থেকে পুণ্যার্থীদের গন্তব্য হতে চলেছে বাংলার গঙ্গাসাগর...
Exit mobile version