ঘূর্ণিঝড় সেনিয়ারের খবরের মাঝেই বঙ্গোপসাগরে আরও এক শক্তিশালী ঘূর্ণিঝড়ের (cyclonic formation in Bay of Bengal) জন্ম।আইএমডির বুলেটিন অনুযায়ী ‘দিতওয়াহ’ (Cyclone ‘Ditwah’) বর্তমানে দক্ষিণ-পশ্চিম বঙ্গোপসাগরের মধ্য–পূর্বাংশে অবস্থান করছে। নভেম্বরে শেষ দিনে (৩০ নভেম্বর ২০২৫) তামিলনাড়ু-অন্ধ্র উপকূলে ল্যান্ডফল হওয়ার সম্ভাবনা রয়েছে। ঘূর্ণিঝড়ের প্রভাবে ইতিমধ্যেই চেন্নাই, নাগাপট্টিনম, কাডালুর, তিরুভারুর মতো উপকূলবর্তী জেলায় ভারি থেকে অতিভারি বৃষ্টিপাতের পূর্বাভাস জারি করেছে মৌসম ভবন।
‘দিতওয়াহ’ ঘূর্ণিঝড় (Cyclone ‘Ditwah’) সময়ের সঙ্গে সঙ্গে আরও বেশি শক্তিশালী হয়ে উঠবে বলে আশঙ্কা করছেন আবহাওয়াবিদরা। এই ঝড়ের নামকরণ করেছে ইয়েমেন।মৎস্যজীবীদের সমুদ্রে যেতে নিষেধ করা হয়েছে। তামিলনাডু এবং দক্ষিণ অন্ধ্রপ্রদেশের একাধিক জেলায় ইয়েলো ও অরেঞ্জ অ্যালার্ট জারি রয়েছে। উপকূলবর্তী অঞ্চলে ঘণ্টায় ৭০ কিলোমিটার পর্যন্ত বেগে বাতাস বইতে পারে বলে জানিয়েছে আইএমডি। বুধবার ভোরে মলাক্কা প্রণালীর কাছে তৈরি হয়েছিল ঘূর্ণিঝড় ‘সেনিয়ার’। ইন্দোনেশিয়ার উপকূলে আছড়ে পড়ে তা ক্রমে শক্তি হারিয়েছে। এর প্রভাবে বৃহস্পতিবার রাত পর্যন্ত বৃষ্টি চলেছে তামিলনাড়ুর উপকূলীয় অঞ্চলেও।আন্দামান-নিকোবর দ্বীপপুঞ্জ জুড়েও প্রবল বৃষ্টি হয়েছে। একটা ঘূর্ণিঝড়ের জের কাটতে না কাটতে এ বার ওই এলাকায় আরও একটি ঘূর্ণিঝড় তৈরি হয়েছে। দিতওয়াহের (Ditwah) গতিবিধির দিকে নজর রাখা হচ্ছে।
–
–
–
–
–
–
–
–