একটা ঘূর্ণিঝড় যেতে না যেতেই আর একটা ঘূর্ণিঝড়ের (cyclonic formation) উৎপত্তি। বঙ্গোপসাগরে তৈরি হওয়া ব্যাক টু ব্যাক ঘূর্ণিঝড়ের প্রভাব বাংলায় না পড়লেও শুক্রবার থেকেই দক্ষিণবঙ্গে ঊর্ধ্বমুখী উষ্ণতা। শীতের অনুভব জাঁকিয়ে বসার আগেই নিম্নচাপের কাঁটায় পারত পতনের সাময়িক বিরতি বলে মনে করছেন অফিসের কর্তারা।আপাতত দক্ষিণবঙ্গে বৃষ্টির (rain) আশঙ্কা নেই, শুষ্ক আবহাওয়াই থাকবে বাংলা জুড়ে। তবে উইকেন্ড পর্যন্ত দু-তিন ডিগ্রি বাড়তে পারে সর্বনিম্ন তাপমাত্রা।
আলিপুর আবহাওয়া দফতর (Alipore Weather Department) জানিয়েছে সকাল রাতে কুয়াশার দাপট থাকবে তবে কোথাও কোনও সতর্কবার্তা নেই। বেলার দিকে রোদ চড়া হলে শীতের আমেজ কমবে। দার্জিলিংয়ে ৬ ডিগ্রি সেলসিয়াসের ঘরে পারদ। পশ্চিমের জেলায় সর্বনিম্ন তাপমাত্রা ১৩-১৪ ডিগ্রির আশেপাশে ঘোরাফেরা করবে। কলকাতার তাপমাত্রা ১৬ ডিগ্রি থেকে বেড়ে আজ সতেরো ডিগ্রি হয়েছে।
–
–
–
–
–
–
–
–