Saturday, November 29, 2025

তৃণমূলের উত্তর দিতে ব্যর্থ কমিশন! CCTV প্রকাশের চ্যালেঞ্জ অভিষেকের

Date:

নির্বাচন কমিশনের দেওয়া সময় মেনেই দিল্লিতে কমিশন দফতরে শুক্রবার প্রশ্ন নিয়ে গিয়েছিলেন তৃণমূলের ১০ সদস্যের প্রতিনিধিদল। তৃণমূলের প্রশ্নের কোনও সদুত্তর দিতে পারেনি কমিশন তথা মুখ্য নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমার (Gyanesh Kumar, CEC)। অথচ কমিশন সূত্রে দাবি করা হয়েছে, তৃণমূলের সব প্রশ্নের উত্তর তাঁরা দিয়েছেন। এমনকি তৃণমূলের আনা অভিযোগকে ভিত্তিহীন বলেও দাবি করে কমিশন (Election Commission)। কমিশনের এই নির্লজ্জ মিথ্যাচারের পরে কমিশনরে সিসিটিভি ফুটেজ প্রকাশের চ্যালেঞ্জ তৃণমূল সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়ের (Abhishek Banerjee)।

কমিশনের মিথ্যাচারের পরেই সরব অভিষেক। দাবি করেন, নিজেদের মিথ্যাচারে নির্বাচন কমিশন নির্দিষ্ট ছিদ্র ইচ্ছাকৃতভাবে রেখে দিচ্ছে যা এটাই প্রমাণ করছে যে শুক্রবার তৃণমূলের যে প্রতিনিধিদল যে প্রসঙ্গগুলি তুলেছিল তার পদে পদে উত্তর দিয়েছে কমিশন, তা মিথ্যে। এই তথ্য শুধুমাত্র ভুল পথে চালনা করার জন্য নয়, এগুলি ডাহা মিথ্যে। যদি কমিশনের সত্যিই কিছু লুকানোর না থাকে এবং স্বচ্ছতাই যদি তাঁদের উদ্দেশ্য হয়, তাহলে প্রভাবিত ছিদ্রের পিছনে না লুকিয়ে থেকে, তাঁদের উচিত এখুনি সম্পূর্ণ সিসিটিভি ফুটেজ ও আর যা প্রমাণ রয়েছে তাঁদের কাছে, তা প্রকাশ্যে নিয়ে আসা উচিত। এর কম কিছু হলেই তাঁদের উপর নেতিবাচক বিশ্বাস জন্মাবে ও তাঁদের উদ্দেশ্য নিয়ে গুরুতর প্রশ্ন তুলে দেবে।

তবে কমিশনের থেকে তৃণমূল যে স্বচ্ছ ও স্পষ্ট উত্তর দাবি করে, তা স্পষ্ট করে দিয়ে অভিষেক আরও দাবি করেন, কয়েক ঘণ্টা খুবই কম সময়, আপনার যত দিন প্রয়োজন ততদিন নিয়ে নিন এবং যে পাঁচটি মৌলিক প্রশ্ন করা হয়েছে তার উত্তর দিন।

আরও পড়ুন : তৃণমূলের ৫ প্রশ্নের জবাব দিতে পারল না নির্বাচন কমিশন, বৈঠকে ‘গালগল্প’ জ্ঞানেশ কুমারের

কমিশনের মিথ্যাচার প্রমাণ করার সব তথ্য যে রয়েছে তৃণমূলের কাছে, তা উল্লেখ করে অভিষেকের (Abhishek Banerjee) স্পষ্ট চ্যালেঞ্জ, আমাদের কাছে প্রভূত ডিজিটাল প্রমাণ (digital evidence) রয়েছে এটা প্রমাণ করার জন্য যে আপনাদের পেশ করা তথ্য একাধিক মনগড়া, নিখাত মিথ্যে দিয়ে কতটা বিকৃত। কাজেই বাংলা বা তৃণমূল কংগ্রেসের বিরুদ্ধে লড়াইয়ের ময়দানে নামার আগে আরও একবার ভেবে দেখবেন। সেই সঙ্গে নাম না করে জ্ঞানেশ কুমারকে কটাক্ষ করে অভিষেকের দাবি, আপনার হতাশা বুঝি, কিন্তু আপনার পেশ করা তথ্য প্রভাবিত করতে পারছে না। যদি মনগড়া গল্প তৈরি করার উদ্দম থাকে, তবে পাঁচটি মূল প্রশ্নের উত্তর দিতে সেই উদ্দমকে কাজে লাগান। আপনার সময় এখন থেকে শুরু।

Related articles

সোমবার লোকায়ুক্ত নির্বাচনে বৈঠক নবান্নে: বিরোধী দলনেতাকে আমন্ত্রণে বিরূপ উত্তর!

রাজ্যের লোকায়ুক্ত নিয়োগের বৈঠক ডাকল রাজ্য প্রশাসন। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের সভাপতিত্বে রাজ্যের লোকায়ুক্ত (Lokayukta) নির্ধারণ করে তাঁর নিয়োগ...

বিহুর রিসেপশনে নক্ষত্র সমাবেশ, বাইরে দাঁড়িয়ে ছেলের বিয়ের অতিথি আপ্যায়ন স্বয়ং খরাজের

পর্দায় তিনি যতই ডাকসাইটে করা ধাঁচের বাবা হোন না কেন বাস্তবে একেবারে উল্টো। নিজে গেটে দাঁড়িয়ে সারাক্ষণ ছেলে...

মৃত ভোটার ছাড়ালো ১৫ লক্ষ, ডুপ্লিকেট ৫৮ হাজার! প্রকাশ্যে কমিশনের ত্রুটি

প্রতিটি নির্বাচনের আগে বিশেষ নিবিড় সংশোধনী না হলেও সংশোধিত ভোটার তালিকা তৈরি করে নির্বাচন কমিশন। তার পরেও ঘটা...

দায়ী ত্রুটিপূর্ণ App: এবার মোদির রাজ্যে BLO মৃত্যুতে কাঠগড়ায় কমিশন

খোদ নরেন্দ্র মোদির রাজ্য গুজরাটে নির্বাচন কমিশনের এসআইআর প্রক্রিয়ার চাপে জারি মৃত্যু মিছিল। কখনও সেখানে কাজের চাপ সহ্য...
Exit mobile version