Saturday, November 29, 2025

রাতের অন্ধকারে দুষ্কৃতী তাণ্ডব মুর্শিদাবাদের বহরমপুরে। ছুরির আঘাতে প্রাণ গেল তৃণমূল কর্মীর। কংগ্রেস কর্মীদের সঙ্গে বচসার জেরে তৃণমূল কর্মী (TMC worker) হায়াতুল্লাহ শেখকে ছুরি দিয়ে কোপানোর অভিযোগ। বহরমপুর মেডিক্যাল কলেজে (Murshidabad Medical College and Hospital) নিয়ে যাওয়া হলে চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেন। যদিও ঘটনায় এখনও কাউকে গ্রেফতার করেনি পুলিশ।

বহরমপুরের (Bahrampur) কুমড়োহদ ঘাট এলাকার বাসিন্দা তথা তৃণমূল কর্মী হায়াতুল্লাহ শেখ পেশায় আসবাব ব্যবসায়ী। তিনি বহরমপুর পঞ্চায়েত সমিতির সভাপতি আইজুউদ্দিন মন্ডলের শ্যালক। শুক্রবার রাতে তিনি দোকান বন্ধ করে স্থানীয় একটি চায়ের দোকানে চা খাচ্ছিলেন। সেই সময় সেখানে উপস্থিত কিছু মানুষের সঙ্গে তাঁর বিবাদ বাঁধে। তারাই হায়াতুল্লাহকে ছুরি দিয়ে কুপিয়ে (stabbing) পালিয়ে যায়।

পরিবার ও প্রত্যক্ষদর্শীদের দাবি কংগ্রেস সাইদুল, তুরাব-সহ আরও কয়েকজন এই কাজ করেছে। কংগ্রেসের (Congress) পক্ষে এলাকায় দখলদারি সম্ভব হচ্ছিল না। তাই তৃণমূল কর্মীদের পথ থেকে সরিয়ে ফেলার জন্য খুনোখুনির রাজনীতি করছে, অভিযোগ মৃতের ভগ্নিপতি আইজুদ্দিনের।

আরও পড়ুন : হাওড়ার গুলি-কাণ্ডের সিসি ক্যামেরা ফুটেজ প্রকাশ্যে, দুষ্কৃতীর সন্ধানে চলছে তল্লাশি

ঘটনার খবর পেয়ে বহরমপুর থানার (Bahrampur Police Station) বিশাল পুলিশ বাহিনী ঘটনাস্থলে পৌঁছয়। দুষ্কৃতীদের খোঁজে তল্লাশিও শুরু হয়। তবে শুক্রবার কাউকে গ্রেফতার করা সম্ভব হয়নি। তৃণমূল যদিও কংগ্রেসের কর্মীদের নাম উল্লেখ করেই খুনের অভিযোগ করেছে, তবে কংগ্রেস দাবি করেছে তাঁদের কোনও কর্মী এই খুনোখুনির সঙ্গে যুক্ত নয়।

Related articles

গ্যাস সিলিন্ডার ফেটে ভয়াবহ অগ্নিকাণ্ড: নৈহাটিতে ভষ্মীভূত অন্তত সাতটি বাড়ি

ভয়াবহ আগুনে একের পরে এক বাড়িতে আগুন উত্তর চব্বিশ পরগণার নৈহাটিতে। প্রাথমিকভাবে স্থানীয়দের দাবি, গ্যাস সিলিন্ডার (gas cylinder)...

সোমবার লোকায়ুক্ত নির্বাচনে বৈঠক নবান্নে: বিরোধী দলনেতাকে আমন্ত্রণে বিরূপ উত্তর!

রাজ্যের লোকায়ুক্ত নিয়োগের বৈঠক ডাকল রাজ্য প্রশাসন। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের সভাপতিত্বে রাজ্যের লোকায়ুক্ত (Lokayukta) নির্ধারণ করে তাঁর নিয়োগ...

বিহুর রিসেপশনে নক্ষত্র সমাবেশ, বাইরে দাঁড়িয়ে ছেলের বিয়ের অতিথি আপ্যায়ন স্বয়ং খরাজের

জয়িতা মৌলিক পর্দায় তিনি যতই ডাকসাইটে করা ধাঁচের বাবা হোন না কেন বাস্তবে একেবারে উল্টো। নিজে গেটে দাঁড়িয়ে সারাক্ষণ...

তৃণমূলের উত্তর দিতে ব্যর্থ কমিশন! CCTV প্রকাশের চ্যালেঞ্জ অভিষেকের

নির্বাচন কমিশনের দেওয়া সময় মেনেই দিল্লিতে কমিশন দফতরে শুক্রবার প্রশ্ন নিয়ে গিয়েছিলেন তৃণমূলের ১০ সদস্যের প্রতিনিধিদল। তৃণমূলের প্রশ্নের...
Exit mobile version