ভয়াবহ আগুনে একের পরে এক বাড়িতে আগুন উত্তর চব্বিশ পরগণার নৈহাটিতে। প্রাথমিকভাবে স্থানীয়দের দাবি, গ্যাস সিলিন্ডার (gas cylinder) ফেটে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। সেই আগুনই দ্রুত ছড়িয়ে পড়ে আশেপাশের অন্তত সাতটি বাড়ি ভষ্মীভূত (house burnt) করে দেয়। ঘটনাস্থলে যান স্থানীয় বিধায়ক সনৎ দে (Sanat Dey)। ঘটনার তদন্তের পাশাপাশি ক্ষতিগ্রস্তদের রাতের জন্য স্থানীয় একটি স্কুলে থাকার ব্যবস্থা করা হয়।
নৈহাটির (Naihati) গরিফা স্টেশন লাগোয়া রেলওয়ে সাইডিং এলাকায় একটি বাড়ির গ্যাস সিলিন্ডার (gas cylinder) ফাটার ঘটনা ঘটে শুক্রবার ঘটে বলে অভিযোগ স্থানীয় বাসিন্দাদের। সেই বাড়িটিতে আগুন তো লাগেই। সেই আগুনই দ্রুত ছড়িয়ে পড়ে। দমকল বাহিনী (fire brigade) আসার আগেই পুড়ে যায় অন্তত তিনটি বাড়ি। স্থানীয় বাসিন্দারাও আগুন নেভানোর কাজে হাত লাগায়।
আরও পড়ুন : বহরমপুরে খুন তৃণমূল কর্মী: অভিযোগের তির কংগ্রেসের দিকে
শেষ পর্যন্ত দমকলের তিনটি ইঞ্জিনের চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আসে। তবে হতাহতের কোনও ঘটনা ঘটেনি। বিধায়ক সনৎ দে পুলিশ প্রশাসনের পরামর্শে দুর্ঘটনার তদন্তের পাশাপাশি ক্ষতিগ্রস্তদের ক্ষতিপূরণ ও পুণর্বাসনের আশ্বাস দেন। সবথেকে বেশি তিনি গুরুত্ব দেন স্থানীয়দের পুড়ে যাওয়া নথি (documents) ফিরিয়ে দেওয়া জন্য। শীতের রাতে গৃহহীনদের বাসস্থানেরও ব্যবস্থা করা হয়।
–
–
–
–
–
–