Sunday, January 11, 2026

সব পক্ষকে নিয়ে বৈঠক ডাকল কেন্দ্র, ভারতীয় ফুটবলে জট কাটবে?

Date:

Share post:

৩ ডিসেম্বর আইএসএল নিয়ে গুরুত্বপূর্ণ বৈঠক। দিল্লিতে ক্রীড়া মন্ত্রকের(Sports Ministry)সঙ্গে বৈঠকে এফএসডিএল(FSDL), আইএসএল ক্লাব(ISL)  ও ফেডারেশন(AIFF) প্রতিনিধিরা থাকবেন ।ওইদিনই আই লিগ ক্লাব প্রতিনিধিদের সঙ্গে বৈঠক।

অচলাবস্থা কাটার ইঙ্গিত আগেই পাওয়া যাচ্ছিল। অবশেষে আশা করা হচ্ছে আইএসএল(ISL) কবে শুরু হবে তার একটা দিশা পাওয়া যেতে পারে বুধবারের বৈঠকের পর।

জানা গিয়েছে, দুপুর ১.৩০ মিনিট থেকে ধাপে ধাপে বৈঠক করবেন কেন্দ্রীয় ক্রীড়ামন্ত্রী ও সরকারের প্রতিনিধিরা। প্রথমে ১.৩০ মিনিটে আইএসএলের ক্লাবগুলির সঙ্গে বৈঠক হবে। দুপুর ২.১৫ মিনিটে আইলিগ ও এক নীচের ডিভিশনের ক্লাবসমূহকে নিয়ে বৈঠকে বসবে ক্রীড়ামন্ত্রক।

দ্বিতীয় ধাপে  বেলা ৩টে নাগাদ এফএসডিএল, ৩.৩০ মিনিটে বাকি বিডার, বিকেল ৪টের সময় সম্প্রচারকারী সংস্থা, ওটিটি প্ল্যাটফর্মগুলির প্রতিনিধিদের সঙ্গে বৈঠক হবে। বিকেল ৪.৩০ মিনিটে সমস্ত স্টেকহোল্ডারদের সঙ্গে একত্রে বৈঠকে বসবে কেন্দ্রীয় ক্রীড়ামন্ত্রক।

ভারতীয় ফুটবলের সমস্যা সমাধানে পুরোপুরি ব্যর্থ ফেডারেশন। কোনও সমাধানই করতে পারেননি কল্যাণ চৌবেরা। ফলে হস্তক্ষেপ করতে হয়েছে কেন্দ্রীয় সরকারকে। আইএসএলের একাধিক ফ্র্যাঞ্চাইজি ফেডারেশনের ডাকা বৈঠকে যোগ দেননি। আবার আই লিগের ক্লাবগুলি ফেডারেশনের বৈঠকে না গিয়ে সরাসরি কেন্দ্রীয় ক্রীড়ামন্ত্রী মনসুখ মাণ্ডব্যের সঙ্গে বৈঠক করেন।

এর আগে সুপ্রিম কোর্টের শুনানিতে কেন্দ্র জানিয়েছিল, ভারতীয় ফুটবলের সমস্যা নিয়ে তারা ওয়াকিবহাল, দুই সপ্তাহ সময় চেয়েছিল কেন্দ্র সমস্যা সমাধানে।

পরিস্থিতি যা এআইএফএফ-র আর কিছুই করণীয় নেই। ফেডারেশন সভাপতির ডাকা বৈঠকে মোহনবাগানের কোনও প্রতিনিধি থাকছে না।ইস্টবেঙ্গলের ইনভেস্টরের কোনও প্রতিনিধি থাকবেন না। থাকতে পারেন ক্লাবের কোনও প্রতিনিধি।

spot_img

Related articles

দুই মলাটে অলোকের আত্মজীবনী, উদ্বোধনী অনুষ্ঠানে চাঁদের হাঁট

প্রকাশিত হল  প্রাক্তন ফুটবলার আলোক মুখোপাধ্যায়ের(Alok Mukherjee) আত্মজীবনী 'লাল কার্ডের বাইরে'।   রবিবার কলকাতার ক্রীড়া সাংবাদিক ক্লাবে এই বই...

বহিরাগত এনে তৃণমূল সমর্থকদের মার! উত্তপ্ত ভাঙড়

ফের বহিরাগত তাণ্ডব ভাঙড়ে(Bhangar Violence)। নির্বাচনের আগে বহিরাগতদের এলাকায় ঢুকিয়ে এলাকার শান্তি শৃঙ্খলা নষ্টের চেষ্টা প্রতিবারই করে একদল...

ইডিকে দিয়ে ওয়াটার গেট-২.০ কেলেঙ্কারি! পদত্যাগ করবেন মোদি-শাহ, প্রশ্ন তৃণমূলের

এ তো মোদি-শাহের ওয়াটার গেট কেলেঙ্কারি। ওয়াটার গেট কেলেঙ্কারি ২.০। ১৭ জুন, ১৯৭২-এর পর ৮ জানুয়ারি, ২০২৬। এবার...

উন্নত ভারত তরুণ নেতাদের বার্তালাপ: উন্নত ভারতের জন্য যুব নেতৃত্বের উন্মোচন

ডঃ মনসুখ মাণ্ডভিয়া ভারতের উন্নয়নের ভবিষ্যৎ নির্ধারিত হবে আজকের তরুণদের চিন্তা, কল্পনা ও নেতৃত্বের মধ্য দিয়ে। কীভাবে দেশ দ্রুত...