রাজ্যে শিক্ষক নিয়োগ প্রক্রিয়ার মধ্যে ফের সুপ্রিম কোর্টে রায় পুণর্বিবেচনার আর্জি। প্রধান বিচারপতি সূর্য কান্তর বেঞ্চে এসএসসি নিয়োগ (SSC recruitment) প্রক্রিয়া খারিজের রায়ের পুণর্বিবেচনার (judgement review) আর্জি করা হয়। সোমবার সেই মামলায় রায় পুণর্বিবেচনার আর্জি খারিজ করলেন প্রধান বিচারপতি (CJI)।
সেমবার এই মামলায় পর্যবেক্ষণে প্রধান বিচারপতি সূর্য কান্ত (Surya Kant) দাবি করেন বিচার ব্যবস্থার হাতে কোনও জাদুদণ্ড নেই। তিনি জানান, যে সিলেকশন হয়েছে, সেখানে টিচার, নন টিচার দুটি শ্রেণীই আছে৷ আগে হাই কোর্ট (High Court) এবং সুপ্রিম কোর্ট (Supreme Court) আদেশ জারি করেছে৷ নিয়েগে দুর্নীতির জন্য পুরো প্যানেল বাতিল করা হয়েছে৷ নতুন করে নিয়োগ পরীক্ষা নেওয়া হয়েছে৷ এখন আপনি কী চাইছেন ? আপনি বলছেন আগের রায় রিভিউ করতে৷ আপনি বলছেন বহু লোকের জীবন নষ্ট হয়ে গেছে৷ যখন পুরো সিলেকশন প্রসেস ভুল ছিল, তখন অনেককেই দুর্ভোগ পোহাতে হয়৷ এখানে আমাদের হাতে কোনও জাদু দণ্ড নেই৷
আরও পড়ুন : পিকনিকের মরশুমে সুখবর: কমল বাণিজ্যিক গ্যাসের দাম
সুপ্রিম কোর্টের নির্দেশে নতুন নিয়োগ প্রক্রিয়া চলছে। আর সেই প্রক্রিয়ারই উল্লেখ মামলা খারিজের শুনানিতে করেন প্রধান বিচারপতি। তাঁর পর্যবেক্ষণ, এখন নতুন করে নিয়োগ প্রক্রিয়া চলছে৷ নতুন নিয়োগে (recruitment) নিশ্চয়ই ভালো মেধাবী ভালো ব্যক্তিদের নিয়োগ করা হবে৷ আপনি হাইকোর্টে যেতে পারেন, আর্জি জানাতে পারেন৷
–
–
–
–
–
–