Tuesday, December 2, 2025

নাগা স্মৃতি ভুলে রাজ-পত্নী সামান্থা! অভিনেত্রীর বিয়ের চর্চার শিরোনামে ‘ঐতিহাসিক’ আংটি

Date:

নাগা চৈতন্যর (Naga Chaitanya) সঙ্গে সম্পর্ক অনেক আগেই শেষ হয়ে গেছিল, কিন্তু দক্ষিণী সিনেমার জনপ্রিয় অভিনেত্রী সামান্থা রুথ প্রভু (Samantha Ruth Prabhu) কবে নিজের জীবনকে আরো একটা সুযোগ দেবেন তা নিয়ে অনুরাগীদের কৌতূহল নতুন নয়। জল্পনা টুকটাক আভাসের পর অবশেষে সোমবার লাল টুকটুকে বেনারসি পরে অত্যন্ত সাদামাটা অনুষ্ঠানে নিকট আত্মীয়দের সাক্ষী রেখে পরিচালক রাজ নিদিমরুর (Raj Nidimoru) সঙ্গে সাতপাকে ঘুরেছেন নায়িকা। কিন্তু বিয়ের ২৪ ঘণ্টা পেরিয়ে গেলেও সামান্থার (Samantha Ruth Prabhu wedding ring) হাতের আংটি নিয়ে চর্চা থামছে না সোশ্যাল মিডিয়ায়। উঠে এসেছে ঐতিহাসিক মুঘলযোগও!

সদগুরুর ইশা যোগা সেন্টারে ‘ভূতা শুদ্ধি’ মতে বিবাহ বন্ধনে আবদ্ধ হয়েছেন সামান্থা ও রাজ। অভিনেত্রী আর পরিচালকের বিয়েতে শুভেচ্ছা জানিয়েছেন দক্ষিণ ভারতীয় বিনোদন জগতের (South Indian Movie Industry) অনেকেই। বিয়ের পর ভাইরাল হওয়া অনেকগুলো ছবির মধ্যে একটাতে দেখা গেছে স্বামীর হাত জড়িয়ে রয়েছেন নায়িকা। এখানেই নজর কেড়েছে তাঁর পোর্ট্রেট-কাট আংটি। আসলে সেটির ডিজাইন শুধু যে শতাব্দি প্রাচীন তাই নয় বরং সেটা যে একেবারে মুঘল যুগের তা নিশ্চিত করেছেন অনেকেই। আসলে মুঘল আমলে প্রিয়জনদের পোর্ট্রেট ছবি কিংবা খুশির মুহূর্তগুলিকে ক্ষুদ্রকারে হিরের আংটিতে গেঁথে দেওয়া হত। সেই প্রেক্ষিতেই এই ডিজাইনের আংটির নামকরণ হয় ‘পোর্ট্রেট-কাট’। এটাকে ভালোবাসার প্রতীক হিসেবেও বিবেচনা করতেন রাজ রাজারা। সামান্থার আংটির দাম আনুমানিক ৫০ লক্ষ টাকা। জানা গেছে, প্রথম বিয়ের হিরের আংটিটি বর্তমানে ‘পেন্টডেন্ট’ হিসেবে ব্যবহার করেন দক্ষিণী অভিনেত্রী। আর রাজের দেওয়া আংটি এখন নেট দুনিয়ার নজরে।

Related articles

সুড়ঙ্গে থমকে গেল চেন্নাই মেট্রোর চাকা, আতঙ্ক ছড়ালো যাত্রীদের মধ্যে

মঙ্গলবার সাতসকালে চেন্নাই মেট্রোয় (Chennai Metro) বিভ্রাট। সুড়ঙ্গে হঠাৎ থমকে গেল ব্লু লাইন মেট্রোর চাকা। বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন...

বোমাতঙ্কের জেরে হায়দরাবাদগামী বিমানের জরুরি অবতরণ মুম্বইয়ে

সাতসকালে বিমানে বোমাতঙ্ক (Bomb Threat), চেন্নাই বিমানবন্দর বিস্ফোরণের কায়দায় ইন্ডিগো বিমান (Indigo Flight) উড়িয়ে দেওয়ার হুমকি পেতেই তড়িঘড়ি...

হরমনপ্রীতকে ছাড়াই যাদবপুরে সমাবর্তন, নতুন আয়োজনের ভাবনা বিশ্ববিদ্যালয়ের 

যাদবপুর বিশ্ববিদ্যালয়ের আসন্ন সমাবর্তনে বড় পরিবর্তন। ভারতীয় মহিলা ক্রিকেট দলের অধিনায়ক হরমনপ্রীত কৌরকে বিশেষ ডিগ্রি প্রদান করার পরিকল্পনা...

বাজেট পরিকল্পনায় ‘দীর্ঘমেয়াদি উন্নয়ন’ জোরদার করতে উদ্যোগ রাজ্যের

আগামী ২০২৬–২৭ অর্থবর্ষের রাজ্য বাজেট এবার রাষ্ট্রসংঘ নির্ধারিত দীর্ঘমেয়াদি উন্নয়ন লক্ষ্যের সঙ্গে আরও বেশি সামঞ্জস্য করে প্রণয়নের উদ্যোগ...
Exit mobile version