Tuesday, December 2, 2025

বিবাদিবাগে সরে যাচ্ছে সিইও দফতর, ভোটের আগেই নজরদারিতে কড়াকড়ি

Date:

চলতি মাসের মধ্যেই নতুন দফতরে সরে যাচ্ছে রাজ্যের মুখ্য নির্বাচনী আধিকারিকের (সিইও) অফিস। কমিশন সূত্রে খবর, বিবাদিবাগে শিপিং কর্পোরেশন ভবনে নতুন দফতর নেওয়ার প্রক্রিয়া প্রায় চূড়ান্ত। গত মাসে কলকাতা সফরে এসে ভবনটি পরিদর্শন করেন ডেপুটি নির্বাচন কমিশনার জ্ঞনেশ ভারতী। পরিদর্শনের পরই ওই ভবনে সিইও দফতর সরানোর সবুজ সঙ্কেত দেয় কমিশন।

এদিকে ২০২৬ সালের বিধানসভা নির্বাচনের আগে রাজ্যজুড়ে নজরদারি আরও কঠোর করতে পদক্ষেপ শুরু করেছে সিইও দফতর। আগামী ১১ ডিসেম্বর মুখ্য নির্বাচনী আধিকারিক মনোজ কুমার আগরওয়াল রাজ্যের ২৫টি নোডাল এজেন্সির প্রতিনিধিদের নিয়ে একটি গুরুত্বপূর্ণ বৈঠক করবেন। কমিশনের নির্দেশ অনুযায়ী ভোটের প্রায় ছ’মাস আগে থেকেই এই এজেন্সিগুলিকে বিশেষ তৎপরতা শুরু করতে হয়। এবার সেই কাজ আরও সংগঠিত, কঠোর এবং সমন্বিতভাবে চালানোর নির্দেশ দেওয়া হয়েছে।

সিইও দফতরের এক কর্তা জানিয়েছেন, ১১ ডিসেম্বর থেকেই রাজ্যের সর্বত্র একযোগে নজরদারি ও হানা শুরু করবে সংশ্লিষ্ট এজেন্সিগুলি। ভোটের সময় যেমন ধরপাকড় চলে, এ বার তার প্রস্তুতি আরও আগেই শুরু হচ্ছে। কেন্দ্রীয় ও রাজ্য গোয়েন্দা সংস্থার তথ্যের ভিত্তিতে টাকা লেনদেন, অবৈধ আগ্নেয়াস্ত্র, নেশাজাত দ্রব্য, চোরাচালান—সব কিছুর উপরে নজরদারি বাড়ানো হবে। প্রতিদিনের রিপোর্ট পাঠানো থেকে শুরু করে তল্লাশি অভিযান—সব ক্ষেত্রেই কড়াকড়ি বজায় রাখার নির্দেশ দিয়েছে কমিশন।

এস আই আর জারি থাকার আবহে এই নজরদারি বাড়ানো নিয়ে রাজনৈতিক মহলে জল্পনা তুঙ্গে। অনেকেই মনে করছেন, ছ’মাস আগেই এমন কড়া ব্যবস্থা ইঙ্গিত দিচ্ছে যে আসন্ন ২০২৬ সালের বিধানসভা ভোট কতটা সুষ্ঠু, অবাধ ও শান্তিপূর্ণভাবে সম্পন্ন হবে, তা নিশ্চিত করতেই অতিরিক্ত সতর্কতা নিচ্ছে কমিশন।

আরও পড়ুন- পূর্ণ গতিতে নির্মাণ শুরু হচ্ছে নিউ টাউনের দুর্গা অঙ্গনের, জানালেন মুখ্যমন্ত্রী

_

 

_

 

_

 

_

 

_

 

_

Related articles

প্রশাসনিক গতি ফেরাতে যাদবপুরে দুই মাসের অস্থায়ী রেজিস্ট্রার সেলিম বক্স মন্ডল

যাদবপুর বিশ্ববিদ্যালয়ের প্রশাসনিক কাজকর্ম দীর্ঘদিন ধরে রেজিস্ট্রার শূন্য থাকার কারণে বিঘ্নিত হচ্ছিল। কর্মসমিতির বৈঠক হলেও রেজিস্ট্রার অনুপস্থিত থাকায়...

শিল্প সম্মেলন থেকে কনক্লেভ: শিল্পের উন্নয়ন-খতিয়ানের সঙ্গে সূচি প্রকাশ মুখ্যমন্ত্রীর

কেন্দ্রের নির্দেশে নির্বাচন কমিশনের চাপিয়ে দেওয়া এসআইআর-এর কারণে নাজেহাল প্রশাসনিক আধিকারিকরা। শহর থেকে প্রত্যন্ত এলাকায় ভোটার তালিকা তৈরির...

পূর্ণ গতিতে নির্মাণ শুরু হচ্ছে নিউ টাউনের দুর্গা অঙ্গনের, জানালেন মুখ্যমন্ত্রী

নিউ টাউনের বহুল প্রতীক্ষিত দুর্গা অঙ্গনের নির্মাণ এবার পূর্ণ গতিতে শুরু হতে চলেছে। নবান্নে প্রশাসনিক বৈঠক শেষে মুখ্যমন্ত্রী...

চা শ্রমিকদের পাশে শ্রেষ্ঠ প্রশাসন বাংলাতেই: খতিয়ান পেশ মুখ্যমন্ত্রীর

বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের আমলেই রাজ্যের উন্নয়নের মানচিত্রে নতুন জায়গা করে নিয়েছে বাংলার চা বাগান ও চা শ্রমিকরা।...
Exit mobile version