Tuesday, December 2, 2025

‘SIR আতঙ্কে’ মৃতদের পরিবারের পাশে মুখ্যমন্ত্রী, সাহায্য ঘোষণা

Date:

রাজ্যে ‘SIR আতঙ্কে’ মৃত এবং অসুস্থদের পরিবারের পাশে দাঁড়ানোর ঘোষণা করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee)। মঙ্গলবার নবান্নে তিনি জানান, SIR প্রক্রিয়া শুরুর পর থেকে এখনও পর্যন্ত ৩৯ জন সাধারণ মানুষের মৃত্যু হয়েছে—এর মধ্যে আত্মহত্যার ঘটনা যেমন রয়েছে, তেমনই রয়েছে হৃদ্‌রোগ বা ব্রেন স্ট্রোকে মৃত্যু। মুখ্যমন্ত্রীর কথায়, “এসআইআর আতঙ্কে যাঁরা প্রাণ হারিয়েছেন, তাঁদের প্রত্যেকের পরিবার দু’লক্ষ টাকা করে আর্থিক সহায়তা পাবে।’’

সরকারি হিসাবে, বর্তমানে চিকিৎসাধীন রয়েছেন ১৩ জন। এঁদের মধ্যে রয়েছেন ‘কাজের চাপে’ অসুস্থ হয়ে পড়া তিন জন বুথস্তরের আধিকারিক (BLO)। মুখ্যমন্ত্রী জানিয়েছেন, এই ১৩ জন প্রত্যেককেই এক লক্ষ টাকা করে আর্থিক সাহায্য দেওয়া হবে।

সূত্র অনুযায়ী, SIR-এর জন্য অতিরিক্ত চাপের অভিযোগে রাজ্যে ইতিমধ্যেই চার জন বিএলও-র মৃত্যুর কথা উঠে এসেছে। মুখ্যমন্ত্রী জানিয়েছেন, তাঁদের মধ্যে দু’জনের পরিবারকে ইতিমধ্যেই দু’লক্ষ টাকা করে দেওয়া হয়েছে। রাজ্যে এসআইআর চালু হয়েছে ২৮ অক্টোবর। প্রথম দিনেই খড়দহের প্রদীপ কর আত্মহত্যা করেন, যা নিয়ে ব্যাপক বিতর্কের সৃষ্টি হয়। পরবর্তী সময়ে গণনাপত্র (এনুমারেশন ফর্ম) পূরণ ও জমাদানের সময়ে একের পর এক মৃত্যুর খবর সামনে আসে।
আরও খবরSIR-আলোচনার দাবিতে বিরোধীদের বিক্ষোভে উত্তাল সংসদ, চাপের মুখে সায় বিজেপির!

সরকারি সূত্রের দাবি, ৩৯ জন মৃতের মধ্যে প্রায় অর্ধেক আত্মহত্যা করেছেন। বাকিরা হৃদ্‌রোগে আক্রান্ত হয়ে বা ব্রেন স্ট্রোকে মারা গিয়েছেন। এসআইআর ঘিরে ক্রমবর্ধমান চাপ-যন্ত্রণা নিয়ে রাজ্যজুড়ে অসন্তোষ বাড়তে থাকায় সরকার সরাসরি আর্থিক সহায়তার পথেই মৃতদের পরিবারের পাশে দাঁড়ানোর সিদ্ধান্ত নিয়েছে।

Related articles

চা শ্রমিকদের পাশে শ্রেষ্ঠ প্রশাসন বাংলাতেই: খতিয়ান পেশ মুখ্যমন্ত্রীর

বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের আমলেই রাজ্যের উন্নয়নের মানচিত্রে নতুন জায়গা করে নিয়েছে বাংলার চা বাগান ও চা শ্রমিকরা।...

তিক্ততা ভুলে বিয়ে করছেন স্মৃতি-পলাশ? তারকা ক্রিকেটারের বাড়ি থেকে এল বার্তা

স্মৃতি( Smriti Mandhana)-পলাশের( Palash Mucchal )বিয়ে নিয়ে চর্চার শেষ নেই। গত ২৩ নভেম্বর বিয়ের দিন নির্ধারিত ছিল। সেদিন...

ব্যঙ্গ করে তথ্য ছড়াবেন না: বক্তব্য বিকৃত করে অপপ্রচার হলে আইনানুগ ব্যবস্থার কড়া বার্তা মমতার

‘উন্নয়নের পাঁচালি’ নিয়ে সমাজমাধ্যমে অপপ্রচার হলে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে। মঙ্গলবার, নবান্নে উন্নয়নের খতিয়ান প্রকাশ করে কড়া বার্তা...

‘বাংলাদেশি’ দাগিয়ে বাংলায় ফেরৎ! ওড়িশা পুলিশকে আদালতের দরজা দেখিয়ে হুঁশিয়ার মহুয়ার

আবার বাঙালি হেনস্থা। আবার সেই বিজেপি শাসিত রাজ্য। আবার সেই ওড়িশা। বারবার আদালতে মুখ পোড়ার পরেও শিক্ষা হয়...
Exit mobile version