রাজনৈতিক উদ্দেশ্যপ্রণোদিত ভাবে বাংলাকে বঞ্চনা। পাওনা না দেওয়ায় কেন্দ্রের বিরুদ্ধে তীব্র অভিযোগ রাজ্যক শাসকদলের। এই নিয়ে ফের কেন্দ্রের মোদি সরকারকে (Central Government) নিশানা করলেন বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee)। তাঁর আশঙ্কা, ফেব্রুয়ারিতে পাওনা টাকা দিয়ে নির্বাচনের কারণে মার্চ মাসে টাকা ফেরত চাইতে পারে কেন্দ্র। তখন টাকা খরচ না করতে দায় হবে রাজ্যের। খোঁচা দিয়ে মুখ্যমন্ত্রী বলেন, কেন্দ্রের চালাকি ধরা পড়ে গিয়েছে।
কেন্দ্রের মোদি সরকারের কাছে বাংলার পাওনা ১ লক্ষ ৮৭ হাজার কোটি টাকা। হাই কোর্ট, সুপ্রিম কোর্ট বাংলার পাওনা টাকা মিটিয়ে দেওয়ার নির্দেশ কেন্দ্রীয় সরকারকে দিলেও এখনও পাওনা টাকা দিচ্ছে না দিল্লি (Delhi)। মঙ্গলবার, নবান্নে ‘উন্নয়নের পাঁচালি’ প্রকাশ করেন মুখ্যমন্ত্রী। সেখানে রাজ্যে সরকারেরগত সাড়ে ১৪ বছরের কাজের খতিয়ান দেওয়া রয়েছে। সেই প্রকাশ উপলক্ষ্যে কথা প্রসঙ্গে ফের কেন্দ্রের বিরুদ্ধে বঞ্চনার অভিযোগ তোলেন মুখ্যমন্ত্রী। তীব্র কটাক্ষ করে মমতা বলেন, “আমরা কেন্দ্রীয় সরকারের থেকে এখনও পর্যন্ত ১ লক্ষ ৮৭ হাজার কোটি টাকার বেশি পাই। আমাদের টাকাটা দিচ্ছে না। আশা করব দেবেন। কিন্তু কবে আর দেবেন? নির্বাচন তো এসে যাচ্ছে। এর পরে ফেব্রুয়ারিতে দিয়ে মার্চে বলবেন খরচ হল না? চালাকিটা আমরাও বুঝি।”
সামনের বছর রাজ্যে বিধানসভা। মুখ্যমন্ত্রীর আশঙ্কা, ফেব্রুয়ারি মাসে পাওনা টাকা দিয়ে আবার মার্চ মাসে ফেরতও নিয়ে নিতে পারে কেন্দ্র (Mamata Banerjee)। অর্থনৈতিক বছরে টাকা খরচ করতে না পারলে, সেই টাকা ফেরত চলে যায়। এত কম সময়ে রাজ্য টাকা খরচ করতে না পারলে দায় বর্তাবে তাদের উপর। এই চালাকি এখন বোঝা যায়- অভিযোগ মমতা বন্দ্যোপাধ্যায়ের।
আরও খবর: ১৪ বছরে ২ কোটিরও বেশি কর্মসংস্থান, বাংলা দেশের মডেল: ‘উন্নয়নের পাঁচালি’ প্রকাশ মুখ্যমন্ত্রীর
রাজ্যের প্রকল্পগুলিকেও দীর্ঘদিন টাকা দিচ্ছে না কেন্দ্র। শাসকদলের অভিযোগ, আবাস, সড়ক, পানীয় জল থেকে একাধিক প্রকল্পে টাকা দিচ্ছে না মোদি সরকার। তারপরও রাজ্যে উন্নয়নের যজ্ঞ চলছে।
–
–
–
–
–
–