মহিলাদের প্রিমিয়ার লিগের নিলাম শেষ হতেই কাউনডাউন শুরু হয়ে গিয়েছে আইপিএল নিলামের। এবার অবশ্য আইপিএলের মিনি নিলাম(IPL Mini Auction) হবে। আগামী ১৬ ডিসেম্বর আবু ধাবিতে হবে আইপিএলের ছোট নিলাম।
মিনি নিলাম (IPL Mini Auction) হলেও সব দলই নিলামের পরিকল্পনা শুরু করে দিয়েছে। ১০টি দলের হাতে রয়েছে মোট ২৩৭ কোটি ৫৫ লাখ টাকা। সর্বোচ্চ ৭৭ জন ক্রিকেটার দল পেতে পারেন। বিদেশির সংখ্যা হতে পারে সর্বোচ্চ ৩১।
৪৫ জন ক্রিকেটার তাদের দর রেখেছেন ২ কোটি। এই তালিকায় দেশীয় প্লেয়ার রয়েছেন শুধু দু’জন। ভেঙ্কটেশ আইয়ার, যাঁকে গতবার কেকেআর ২৩.৫ কোটি টাকা দিয়ে কিনলেও এবার ছেড়ে দিয়েছে। এছাড়া রয়েছেন ভারতীয় দলের ক্রিকেটার রবি বিষ্ণোই।লখনউ সুপার জায়ান্টসের তাঁকে ছেড়ে দিয়েছে। এই তালিকায় ৪৩ জন বিদেশি ক্রিকেটার আছেন।
আইপিএলের হিসেব বলছে, যে দলের হাতে বেশি টাকা থাকে তারাই বড় দর হাঁকাতে পারে। কেকেআরের ঝুলিতে আছে ৬৪.৩ কোটি, সিএসকের হাতে থাকা ৪৩.৪ কোটি রয়েছে। দুই দলই ক্যামরন গ্রিনের জন্য দর হাঁকাতে পারেন। অজি অলরাউন্ডারকে পাওয়া মানে ব্যাট-বল দু’দিকেই শক্তিবৃদ্ধি।
গ্রিন ছাড়াও উল্লেখযোগ্য বিদেশি ক্রিকেটারদের মধ্যে রয়েছেন মুস্তাফিজুর রহমান, লিয়াম লিভিংস্টোন, ড্যারিল মিচেল, রাচিন রবীন্দ্র, মাথিসা পাথিরানা, ওয়ানিন্দু হাসরাঙ্গা, ডেভিড মিলার, লুঙ্গি এনগিডি প্রমুখ।
–
–
–
–