সাংবাদিকদের সঙ্গে জয়া বচ্চনের (Jaya Bachchan) সম্পর্ক কেমন সে কথা গোটা ভারতবর্ষ জানে। কিন্তু মিডিয়ারই এক অনুষ্ঠানে যেভাবে চিত্র সাংবাদিকদের নিয়ে অসংবেদনশীল মন্তব্য করেছেন প্রবীণ অভিনেত্রী তা কোনভাবেই মেনে নেওয়া যায় না। ছবি শিকারীদের নিয়ে ‘ধন্যি মেয়ে’র কুমন্তব্যের বিরোধিতায় সোশ্যাল মিডিয়ায় সরব ইন্ডিয়ান ফিল্ম অ্যান্ড টেলিভিশন ডিরেক্টর অ্যাসোসিয়েশনের (Indian film and television director association) সভাপতি অশোক পন্ডিত। অমিতাভ-পত্নীর আচরণের নিন্দে করেছে নেটপাড়ার একাংশও।
একটি সাক্ষাৎকার মূলক অনুষ্ঠানে মিডিয়ার সঙ্গে জয়ার সম্পর্ক নিয়ে প্রশ্ন করতেই অভিনেত্রী বলেন, “আমার বাবা একজন সাংবাদিক ছিলেন তাই সাংবাদিকদের আমি ভীষণ সম্মান করি কিন্তু যাঁরা নোংরা কাপড় পরে একটা ফোন নিয়ে মুখের কাছে চলে আসে তাঁদের আমি সাংবাদিক বলতে পারছি না। তাই এইরকম চিত্র গ্রাহকদের সঙ্গে আমার সম্পর্ক একেবারে শূন্য।” এরপরই তুমুল সমালোচনা শুরু হয় সোশ্যাল মিডিয়ায় (Social media)। যেভাবে চিত্র সাংবাদিকদের কাজ তাদের পোশাক নিয়ে অসংবেদনশীল মন্তব্য করেছেন প্রবীণ অভিনেত্রী, তা কোনভাবেই মেনে নেওয়া যায় না, বলছেন সংবাদমাধ্যমের সঙ্গে যুক্ত ব্যক্তিত্ব থেকে থেকে সাধারণ মানুষ প্রত্যেকেই। সোশ্যাল মিডিয়ায় অশোক (Ashoke Pandit) লেখেন, ‘ছবি শিকারীরা যেভাবে ছবি তোলেন তা নিয়ে আপনি আপত্তি জানাতেই পারেন, সমালোচনাও করতে পারেন। কিন্তু তা বলে চিত্র সাংবাদিকতার পেশাতে অপমান করা ঠিক হয়নি। আপনি যে মন্তব্য করেছেন তাতে ঔদ্ধত্যের পরিচয় পেয়েছে সকলে। কারোর পোশাক নিয়ে আপনার এমন মন্তব্য কোনভাবেই সমর্থনযুক্ত নয়। ছবি শিকারীরা যথেষ্ট পরিশ্রম করেন এবং বিভিন্ন জায়গায় ঘন্টার পর ঘন্টা অপেক্ষা করেন তারকাদের জন্য। তাঁদের এইভাবে ছোট করা, একজন প্রবীন অভিনেত্রী থেকে এমন আচরণ ও মন্তব্য একেবারেই কাম্য নয়।’
বলিউডের বিভিন্ন অনুষ্ঠানে পাপারাজ্জিদের সঙ্গে জয়া (Jaya Bachchan) যে খারাপ ব্যবহার করেন সেটা সকলেই জানেন। এই বিষয়ে তার পরিবারের তরফে বারবার বলা হয় তিনি একটি বিরল রোগে ভুগছেন। কিন্তু এবার অভিনেত্রী নিজেই স্বীকার করেন তিনি একেবারেই পছন্দ ছবি শিকারীদের করেন না। বিশেষ করে আজকের ডিজিটাল যুগে মোবাইল ক্যামেরায় কাজ করা ফটোগ্রাফার না-পসন্দ বিগ-বি ঘরনীর। জয়ার মন্তব্য ঘিরে রীতিমতো আলোড়ন তৈরি হয়েছে নেটপাড়ায়।
–
–
–
–
–
–
–