Tuesday, December 2, 2025

রাঁচির চ্যাটার্ড অ্যাক্যাউন্টেন্টের ৯০০ কোটি টাকার সম্পত্তি! কয়েক কোটি নগদ উদ্ধার ইডির 

Date:

ফের টাকার পাহাড় উদ্ধার। মঙ্গলবার সকালে রাঁচির (Ranchi) এক চ্যাটার্ড অ্যাক্যাউন্টেন্ট নরেশ কুমার কেজরিওয়ালের (Naresh Kumar Kejriwal) বাড়ি অফিসের বিভিন্ন ঠিকানায় হানা দিয়েছে এনফোর্সমেন্ট ডিরেক্টরেট (ED)। হদিশ মিলেছে প্রায় ৯০০ কোটি টাকার সম্পত্তির! ইতিমধ্যে তাঁর বাড়ি থেকে বেশ কয়েক কোটি টাকার নগদ উদ্ধার হয়েছে বলে কেন্দ্রীয় গোয়েন্দা সূত্রে খবর। অভিযুক্ত CA-এর পরিবারের বিভিন্ন সদস্যদের নামে এবং বেনামে বহু সম্পত্তির খোঁজও মিলেছে। হাওয়ালার মাধ্যমে কোটি কোটি টাকা বিদেশে পাচার করেছেন নরেশ, মনে করছেন তদন্তকারীরা।

সিএ নরেশের বিরুদ্ধে আর্থিক তছরুপের মামলা নয়, বিদেশি মুদ্রা আইনে মামলা রুজু করে তল্লাশি চালানো হচ্ছে। মঙ্গলবার সকাল থেকে রাঁচির পাশাপাশি তাঁর মুম্বই ও সুরাটের ঠিকানাতেও হানা দিয়েছেন কেন্দ্রীয় গোয়েন্দারা। আয় বহির্ভূত সম্পত্তি মামলার তদন্তে নেমে এদিন ইডি আধিকারিকদের অভিযান বলে জানা গেছে। এ বছরের এপ্রিলে মহারাষ্ট্রের নন্দুরবাড় থানায় মামলা রুজু করা হয়েছিল নরেশের বিরুদ্ধে।কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা জানতে পেরেছে সংযুক্ত আরব আমিরশাহি, নাইজেরিয়া এবং আমেরিকায় বেনামে প্রায় কয়েক হাজার টাকার সম্পত্তির পরিচালনা করেন নরেশ। এত টাকা এল কোথা থেকে, এখন সেটাই খতিয়ে দেখা হচ্ছে।

 

Related articles

ইমরান খান কি জীবিত? পাকিস্তান অচল করতে বিক্ষোভ PTI-এর, রাওয়ালপিন্ডিতে জারি ১৪৪ ধারা

ইমরান খান(Imran Khan) কি জীবিত? তাঁর সঙ্গে দেখা করার দাবিতে মঙ্গলবার পাকিস্তানের ইসলামাবাদ ও রাওয়ালপিন্ডিতে বিক্ষোভ পাকিস্তান তেহরিক...

দুপুরে নবান্নে বৈঠক, আজ বিকেলে মালদহ- মুর্শিদাবাদ সফরে মুখ্যমন্ত্রী

পূর্ব নির্ধারিত সূচি অনুযায়ী মঙ্গলবার বিকেলে মালদহ-মুর্শিদাবাদ জেলা সফরের উদ্দেশে রওনা দেবেন বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Maldah and...

রাজ্য থেকে দেশ, SIR নিয়ে কমিশনের ওয়েবসাইট বিভ্রাটে নাজেহাল ভোটার থেকে ভোটকর্মীরা

ভোটার অথৈ জলে বিভ্রান্ত BLO , রাজ্য থেকে দেশ সর্বত্রই মানুষের ভোটাধিকার নিয়ে নির্বাচন কমিশনের ছেলেখেলা অব্যাহত। কয়েকটা...

দক্ষিণের শীত ফেরার পূর্বাভাস, উত্তরে নামল পারদ 

সাগরের সৃষ্টি হওয়া ঘূর্ণিঝড় আর পশ্চিমী ঝঞ্ঝার কারণে শীতের চেনা ইনিংসে সামান্য বিরতি এসেছিল বটে, কিন্তু হাওয়া অফিসের...
Exit mobile version