আবার বাঙালি হেনস্থা। আবার সেই বিজেপি শাসিত রাজ্য। আবার সেই ওড়িশা। বারবার আদালতে মুখ পোড়ার পরেও শিক্ষা হয় না মোহন মাঝি (Mohan Majhi) সরকারের পুলিশের। ফের চার বাঙালি পরিযায়ী শ্রমিককে (migrant labour) ৭২ ঘণ্টার নোটিশে বাংলায় ফেরৎ পাঠানোর নির্দেশ জারি করল ওড়িশা পুলিশ (Odisha police)। ১২০ বছর ধরে ভারতের নাগরিক হওয়ার প্রমাণ দেখানোর পরেও এভাবে অনৈতিক হেনস্থায় ফের একবার ওড়িশা পুলিশকে আদালতের রাস্তা দেখালেন তৃণমূল সাংসদ মহুয়া মৈত্র (Mahua Moitra)।
মুর্শিদাবাদের ডোমকলের (Domkal) সাগরপাড়ার বাসিন্দা সাহেব শেখ নিজের বাবা-কাকা ও দাদার সঙ্গে ওড়িশার নয়াগড়ে পরিযায়ী শ্রমিক হিসাবে কাজ করে বহু বছর ধরে। মশারি, কম্বলসহ নিত্য প্রয়োজনীয় জিনিস সাইকেলে করে বিক্রি করে তাঁরা। আচমকাই বৃহস্পতিবার নয়াগড় (Nayagarh) থানার পুলিশ ৭২ ঘণ্টার মধ্যে তাঁদের চারজনকে ওড়িশা ছাড়ার নির্দেশ দিয়ে যায়। বাধ্য হয়ে কয়েক লক্ষ টাকার জিনিস কোনও একটি জায়গায় জমা রেখে তাঁরা বাধ্য হয় মুর্শিদাবাদে (Murshidabad) ফিরে আসতে।
একদিকে জীবিকা হারানো। অন্যদিকে বিপুল টাকার কেনা সামগ্রীর কী হবে। সব চিন্তা নিয়েই রাজ্যে ফিরেছেন তাঁরা। ওড়িশা পুলিশ তাঁদের দাগিয়ে দিয়েছে ‘রোহিঙ্গা’, ‘বাংলাদেশি’ বলে। বাড়ির মালিকদের বাধ্য করা হয়েছে তাঁদের বাড়ি থেকে বের করে দিতে। শুধুমাত্র বাংলা বলার অপরাধে ফের এভাবে হেনস্থার শিকার বাংলার মানুষ। তাঁদের ভারতীয়ত্ব প্রমাণে মুর্শিদাবাদ পুলিশ (Murshidabad police) ইতিমধ্যেই তাঁদের সব পরিচয়পত্র দিয়েছে। এমনকি দেওয়া হয়েছে ১২০ বছরের পুরোনো জমির দলিল। তারপরেও বিজেপির স্বৈরাচারী শাসকদের লাগানো তকমা ঘোঁচানো যায়নি।
ওড়িশা পুলিশের এই স্বৈরাচারী, অনৈতিক আচরণে সরব তৃণমূল সাংসদ মহুয়া মৈত্র। সোশ্যাল মিডিয়ায় তিনি ওড়িশা পুলিশের উদ্দেশ্যে লেখেন, সুধী নয়াগড় পুলিশ সুপার এস সুশ্রী – ওড়িশার ওদাগাঁও থানার (Odagaon Police) পুলিশ চারজন বাঙালি পরিযায়ী শ্রমিককে, প্রকৃত ভারতীয় নাগরিক যাঁদের সব কাগজপত্র রয়েছে তা সত্ত্বেও, জেলা ছাড়ার নির্দেশ দিয়েছে। বাড়ির মালিককে চাপ দিয়ে হুমকি দিয়ে তাঁদের বের করে দিতে বাধ্য করেছে। যদিও মুর্শিদাবাদের পুলিশ সুপার তাঁদের ভারতীয় প্রমাণ পেশ করেছে।
আরও পড়ুন : ১৪ বছরে ২ কোটিরও বেশি কর্মসংস্থান, বাংলা দেশের মডেল: ‘উন্নয়নের পাঁচালি’ প্রকাশ মুখ্যমন্ত্রীর
তবে শুধুমাত্র পুলিশ সুপারকে গোটা ঘটনা জানিয়ে অভিযোগ করেই থেমে থাকেননি মহুয়া। তিনি ওড়িশা পুলিশকে স্পষ্ট হুঁশিয়ারি দিয়েছেন। তিনি জানিয়েছেন, এটা বেআইনি এবং আমাদের সংবিধানের বিরোধী। আমি আপনাকে আদালতে নিয়ে যাব, অপেক্ষা করুন।
Hello @spnayagarh S Susree IPS – Odagaon PS Odisha instructed 4 Bengali migrants, all bona fide Indian citizens with full paperwork to leave district. Pressurised Landlord to throw them out, threatened arrest. Inspite of @SPMurshidabad verifying workers.
This is illegal & in…— Mahua Moitra (@MahuaMoitra) December 2, 2025
–
–
–