Tuesday, December 2, 2025

প্রশাসনিক গতি ফেরাতে যাদবপুরে দুই মাসের অস্থায়ী রেজিস্ট্রার সেলিম বক্স মন্ডল

Date:

যাদবপুর বিশ্ববিদ্যালয়ের প্রশাসনিক কাজকর্ম দীর্ঘদিন ধরে রেজিস্ট্রার শূন্য থাকার কারণে বিঘ্নিত হচ্ছিল। কর্মসমিতির বৈঠক হলেও রেজিস্ট্রার অনুপস্থিত থাকায় সেই বৈঠকের গুরুত্ব ও কার্যকারিতা বারবার প্রশ্নের মুখে পড়ছিল। এই পরিস্থিতিতে অবশেষে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ দুই মাসের জন্য অস্থায়ী রেজিস্ট্রার হিসেবে দায়িত্ব দিলেন অধ্যাপক সেলিম বক্স মন্ডলকে। ইন্দ্রজিৎ বন্দ্যোপাধ্যায়ের স্থলাভিষিক্ত হয়ে দায়িত্ব নিলেন তিনি।

বর্তমানে বাংলা বিভাগের প্রধান সেলিম বক্স মন্ডল কলেজ সার্ভিস কমিশনের পরীক্ষা নিয়ামক পদেও রয়েছেন। তাঁর এই নতুন দায়িত্ব নিয়ে শিক্ষা মন্ত্রী ব্রাত্য বসু জানিয়েছেন, বিষয়টি সম্পূর্ণ বিশ্ববিদ্যালয়ের অভ্যন্তরীণ সিদ্ধান্ত। অন্যদিকে রেজিস্ট্রার নিয়োগ নিয়ে কোনো বিতর্কের কথা মানতে নারাজ উপাচার্য চিরঞ্জীব ভট্টাচার্য। তিনি সাংবাদিকদের জানান, “এখানে কোনও বিতর্ক নেই। কাউকে চাপ দিয়ে কোনও পদে আনা হয়নি।”

নতুন দায়িত্ব পেয়ে কৃতজ্ঞতা প্রকাশ করেছেন অধ্যাপক সেলিম বক্স মন্ডল। তিনি বলেন, দু’মাসের জন্য যে দায়িত্ব দেওয়া হয়েছে তা যথাযথভাবে পালন করার চেষ্টা করবেন। বিশেষত সমাবর্তন অনুষ্ঠান যেন নির্বিঘ্নে সম্পন্ন হয়, সেই লক্ষ্যেই কাজ করবেন তিনি। ইতিমধ্যেই স্থায়ী রেজিস্ট্রার নিয়োগের জন্য বিজ্ঞাপন প্রকাশ করেছে বিশ্ববিদ্যালয়। জানুয়ারিতে অস্থায়ী রেজিস্ট্রারের মেয়াদ শেষ হলে স্থায়ী নিয়োগ প্রক্রিয়া শুরু হবে বলে সূত্রের খবর।

আরও পড়ুন- শিল্প সম্মেলন থেকে কনক্লেভ: শিল্পের উন্নয়ন-খতিয়ানের সঙ্গে সূচি প্রকাশ মুখ্যমন্ত্রীর

_

 

_

 

_

 

_

 

_

 

_

 

_

Related articles

বুধেই ভাগ্য নির্ধারণ! বাংলাদেশে বসে ফেরার অপেক্ষায় অন্তঃসত্ত্বা সোনালি

বাংলাদেশে নির্দোষ প্রমাণিত হয়েছেন। ফলে জেলমুক্তি ঘটেছে। কিন্তু নিজের দেশে, নিজের ঘরে ফেরা কবে? আজও জানেন না বীরভূমের...

শিল্প সম্মেলন থেকে কনক্লেভ: শিল্পের উন্নয়ন-খতিয়ানের সঙ্গে সূচি প্রকাশ মুখ্যমন্ত্রীর

কেন্দ্রের নির্দেশে নির্বাচন কমিশনের চাপিয়ে দেওয়া এসআইআর-এর কারণে নাজেহাল প্রশাসনিক আধিকারিকরা। শহর থেকে প্রত্যন্ত এলাকায় ভোটার তালিকা তৈরির...

বিবাদিবাগে সরে যাচ্ছে সিইও দফতর, ভোটের আগেই নজরদারিতে কড়াকড়ি

চলতি মাসের মধ্যেই নতুন দফতরে সরে যাচ্ছে রাজ্যের মুখ্য নির্বাচনী আধিকারিকের (সিইও) অফিস। কমিশন সূত্রে খবর, বিবাদিবাগে শিপিং...

পূর্ণ গতিতে নির্মাণ শুরু হচ্ছে নিউ টাউনের দুর্গা অঙ্গনের, জানালেন মুখ্যমন্ত্রী

নিউ টাউনের বহুল প্রতীক্ষিত দুর্গা অঙ্গনের নির্মাণ এবার পূর্ণ গতিতে শুরু হতে চলেছে। নবান্নে প্রশাসনিক বৈঠক শেষে মুখ্যমন্ত্রী...
Exit mobile version