Tuesday, December 2, 2025

চা শ্রমিকদের পাশে শ্রেষ্ঠ প্রশাসন বাংলাতেই: খতিয়ান পেশ মুখ্যমন্ত্রীর

Date:

বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের আমলেই রাজ্যের উন্নয়নের মানচিত্রে নতুন জায়গা করে নিয়েছে বাংলার চা বাগান ও চা শ্রমিকরা। বন্ধ চা বাগান খোলানো থেকে চা বাগানে ক্রেস তৈরি – একদিকে উদ্ভাবনী পরিকল্পনা, অন্যদিকে পুরোনো প্রকল্পকে উন্নয়নের রূপে দান। সব দিক থেকেই তৃণমূল সরকারের সময়ে নতুন পর্যায়ে পৌঁছেছে চা শ্রমিকদের জীবন। তবে তার মধ্যে চা শ্রমিকদের (tea garden worker) সব থেকে বেশি বেতন দিয়ে যে নজির রেখেছে বাংলার প্রশাসন, তারই খতিয়ান তুলে ধরলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee)।

মঙ্গলবার নবান্নের বৈঠক থেকে চা-বাগান (tea garden) নিয়ে উন্নয়নের খতিয়ান তুলে ধরেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। এদিন মুখ্যমন্ত্রী বলেন, ২৫টি চা-বাগান খুলেছি। এর ফলে ২৩ হাজারের বেশি শ্রমিক উপকৃত হয়েছেন। এর আগে ৬০টি চা-বাগান খুলেছি। সেই সঙ্গে যোগ করেন, পাট্টা (Patta) দেওয়া হচ্ছে চা-শ্রমিকদের। চা-সুন্দরী প্রকল্পের জন্য ২৮ হাজার ৫০০ পরিবার উপকৃত হয়েছে। টি-ট্যুরিজমের (tea tourism) জন্য প্রত্যেক চা-বাগানে ১৫ পার্সেন্ট জমি দেওয়া হয়েছে।

আরও পড়ুন : কেন্দ্রের নীতির জন্য বেড়েছে ডিমের দাম! সরব মুখ্যমন্ত্রী

তবে শ্রেষ্ঠ সাফল্যের কথা উল্লেখ করে তিনি জানান, চা-শ্রমিকদের (tea garden worker) মজুরি (wage) বাড়িয়ে ২৫০ টাকা করা হয়েছে পশ্চিমবঙ্গে। যা নজিরবিহীন। উল্লেখ্য, দেশে এটাই সবচেয়ে বেশি বেতন।  এছাড়াও চা-শ্রমিকদের বিনামূল্য রেশন, কম্বল, ছাতা, অ্যাপ্রন, জুতো, রেনকোট, স্বাস্থ্য, শিক্ষা— সমস্ত প্রদান করা হচ্ছে।

Related articles

শিল্প সম্মেলন থেকে কনক্লেভ: শিল্পের উন্নয়ন-খতিয়ানের সঙ্গে সূচি প্রকাশ মুখ্যমন্ত্রীর

কেন্দ্রের নির্দেশে নির্বাচন কমিশনের চাপিয়ে দেওয়া এসআইআর-এর কারণে নাজেহাল প্রশাসনিক আধিকারিকরা। শহর থেকে প্রত্যন্ত এলাকায় ভোটার তালিকা তৈরির...

বিবাদিবাগে সরে যাচ্ছে সিইও দফতর, ভোটের আগেই নজরদারিতে কড়াকড়ি

চলতি মাসের মধ্যেই নতুন দফতরে সরে যাচ্ছে রাজ্যের মুখ্য নির্বাচনী আধিকারিকের (সিইও) অফিস। কমিশন সূত্রে খবর, বিবাদিবাগে শিপিং...

পূর্ণ গতিতে নির্মাণ শুরু হচ্ছে নিউ টাউনের দুর্গা অঙ্গনের, জানালেন মুখ্যমন্ত্রী

নিউ টাউনের বহুল প্রতীক্ষিত দুর্গা অঙ্গনের নির্মাণ এবার পূর্ণ গতিতে শুরু হতে চলেছে। নবান্নে প্রশাসনিক বৈঠক শেষে মুখ্যমন্ত্রী...

তিক্ততা ভুলে বিয়ে করছেন স্মৃতি-পলাশ? তারকা ক্রিকেটারের বাড়ি থেকে এল বার্তা

স্মৃতি( Smriti Mandhana)-পলাশের( Palash Mucchal )বিয়ে নিয়ে চর্চার শেষ নেই। গত ২৩ নভেম্বর বিয়ের দিন নির্ধারিত ছিল। সেদিন...
Exit mobile version