সৈয়দ মুস্তাক আলি ট্রফিতে(Syed Mushtaq Ali Trophy) শুরু থেকেই ব্যাট হাতে মন ভরাতে পারছিলেন না বৈভব সূ্র্যবংশী(Vaibhav Suryavanshi)। কিন্ত মঙ্গলবার ইডেনে মন ভরিয়ে দিলেন বৈভব। মহারাষ্ট্রের বিরুদ্ধে শতরান হাঁকিয়ে নয়া রেকর্ড গড়লেন বিহারের টিনএজার।
মহারাষ্ট্রের বিরুদ্ধে শুরু থেকেই পরিচিত আগ্রাসী ব্যাটিং করতে থাকেন বৈভব(Vaibhav Suryavanshi)। শেষ পর্যন্ত বৈভব খেলেছে ৬১ বলে ১০৮ রানের অপরাজিত ইনিংস। শতরান পূর্ণ করার পথে ৭টি চার এবং ৭টি ছক্কা এসেছে তার ব্যাট থেকে। বৈভবই কিন্তু সৈয়দ মুস্তাক আলিতে সবথেকে কম বয়সি ক্রিকেটার হিসাবে শতরান হাঁকানোর কৃতিত্ব নিজের নামে করল।ঘরোয়া টি২০ প্রতিযোগিতায় কনিষ্ঠতম ক্রিকেটার হিসাবে শতরান করলেন বৈভব।
সৈয়দ মুস্তাক আলি ট্রফিতে(Syed Mushtaq Ali Trophy) শুরু থেকে খুব একটা ছন্দে পাওয়া যাচ্ছিল না তাঁকে। কিন্ত মহারাষ্ট্রের বিরুদ্ধে জ্বলে উঠলেন। বৈভব যেদিন ছন্দে থাকেন সেদিন প্রতিপক্ষ বোলারদের কিছুই করণীয় থাকে না। মঙ্গলবার সেটাই দেখা গেল ইডেনে। বৈভবের ব্যাটিংয়ের সৌজন্যে ২০ ওভারে ৩ উইকেট হারিয়ে ১৭৬ রান তোলে বিহার।
এদিকে পঞ্জাবের বিরুদ্ধে বিরুদ্ধে ম্যাচে ফিরলেন হার্দিক পাণ্ডিয়া।বরোদার হয়ে বল হাতে ৪ ওভারে ৫২ রান খরচ করে ১ উইকেট নেন।
–
–
–
–