পেগাসাস মামলা এখনও কেন্দ্রের বিজেপি সরকারের পিছু ছাড়েনি। আন্তর্জাতিক সংস্থাগুলির সঙ্গে যোগসাজশ করে ফোনে আড়ি পাতা বা ব্যক্তিগত গতিবিধিকে নিয়ন্ত্রণ করার কোনও পন্থাই বাকি রাখেনি কেন্দ্রের স্বৈরাচারী মোদি সরকার। ফের ‘সঞ্চার সাথি’ (Sanchar Saathi) অ্যাপ এনে তা বাধ্যতামূলক করার পথে হেঁটেছিল নরেন্দ্র মোদির (Narendra Modi) সরকার। তাদের সেই অভিসন্ধিকে কড়া চ্যালেঞ্জের মুখে ফেলে বিরোধীরা। বাধ্য হয়ে ২৪ ঘণ্টার কম সময়ের মধ্যে সেই সিদ্ধান্ত প্রত্যাহার (revoke) করতে বাধ্য হল কেন্দ্রের সরকার।
‘সঞ্চার সাথি’ অ্যাপ থাকলে হারিয়ে যাওয়া ফোন (lost phone) ফিরে পেতে, ফ্রড ফোন কল (fraud call) ঠেকাতে সাহায্য করবে এই সরকারি অ্যাপ। এ পর্যন্ত ঠিক ছিল। আচমকাই মঙ্গলবার কেন্দ্রের সরকার মোবাইল প্রস্তুতকারী সংস্থাগুলিকে নির্দেশ দেয় নতুন যে সব সেট (mobile set) তৈরি হবে, তাতে আগে থেকেই এই অ্যাপ (app) রাখতে হবে। সেখানেই বিরোধীরা সরব হয়। দাবি ওঠে এই অ্যাপ আদতে সাধারণ মানুষের উপর পেগাসাস (Pegasus)।
এরপরই বুধবার সংসদে বিজেপি সাংসদ জ্যোতিরাদিত্য সিন্ধিয়া (Jyotiraditya Scindia) বক্তব্য পেশ করে জানান, ‘সঞ্চার সাথি’ ইচ্ছামতো ব্যবহার করার অ্যাপ। ব্যবহার করাও গ্রাহকের ইচ্ছার অধীন। ফলে এর মাধ্যমে কোনও নজরদারি বা নিয়ন্ত্রণ সম্ভব নয়।
আরও পড়ুন : হিসাবে কমছে দেশের বেকারত্ব! অভিষেকের প্রশ্নের জবাবে সংখ্যাতত্ত্ব পেশ কেন্দ্রের
শেষ পর্যন্ত বিজ্ঞপ্তি জারি করে জানানো হয়, মোবাইল সংস্থাগুলিকে নতুন তৈরি করা মোবাইলে (mobile phone) যে প্রি-ইনস্টল (preinstalled) করার জন্য যে নির্দেশ জারি হয়েছিল, তা তুলে নেওয়া হল। এই অ্যাপ মোবাইলে থাকা বাধ্যতামূলক নয়।
–
–
–
–
–
