Thursday, December 4, 2025

অ্যাপ দিয়ে ফোনে আড়ি পাতা! চাপের মুখে ‘সঞ্চার সাথি’ নিয়ে পিছু হঠল কেন্দ্র

Date:

পেগাসাস মামলা এখনও কেন্দ্রের বিজেপি সরকারের পিছু ছাড়েনি। আন্তর্জাতিক সংস্থাগুলির সঙ্গে যোগসাজশ করে ফোনে আড়ি পাতা বা ব্যক্তিগত গতিবিধিকে নিয়ন্ত্রণ করার কোনও পন্থাই বাকি রাখেনি কেন্দ্রের স্বৈরাচারী মোদি সরকার। ফের ‘সঞ্চার সাথি’ (Sanchar Saathi) অ্যাপ এনে তা বাধ্যতামূলক করার পথে হেঁটেছিল নরেন্দ্র মোদির (Narendra Modi) সরকার। তাদের সেই অভিসন্ধিকে কড়া চ্যালেঞ্জের মুখে ফেলে বিরোধীরা। বাধ্য হয়ে ২৪ ঘণ্টার কম সময়ের মধ্যে সেই সিদ্ধান্ত প্রত্যাহার (revoke) করতে বাধ্য হল কেন্দ্রের সরকার।

‘সঞ্চার সাথি’ অ্যাপ থাকলে হারিয়ে যাওয়া ফোন (lost phone) ফিরে পেতে, ফ্রড ফোন কল (fraud call) ঠেকাতে সাহায্য করবে এই সরকারি অ্যাপ। এ পর্যন্ত ঠিক ছিল। আচমকাই মঙ্গলবার কেন্দ্রের সরকার মোবাইল প্রস্তুতকারী সংস্থাগুলিকে নির্দেশ দেয় নতুন যে সব সেট (mobile set) তৈরি হবে, তাতে আগে থেকেই এই অ্যাপ (app) রাখতে হবে। সেখানেই বিরোধীরা সরব হয়। দাবি ওঠে এই অ্যাপ আদতে সাধারণ মানুষের উপর পেগাসাস (Pegasus)।

এরপরই বুধবার সংসদে বিজেপি সাংসদ জ্যোতিরাদিত্য সিন্ধিয়া (Jyotiraditya Scindia) বক্তব্য পেশ করে জানান, ‘সঞ্চার সাথি’ ইচ্ছামতো ব্যবহার করার অ্যাপ। ব্যবহার করাও গ্রাহকের ইচ্ছার অধীন। ফলে এর মাধ্যমে কোনও নজরদারি বা নিয়ন্ত্রণ সম্ভব নয়।

আরও পড়ুন : হিসাবে কমছে দেশের বেকারত্ব! অভিষেকের প্রশ্নের জবাবে সংখ্যাতত্ত্ব পেশ কেন্দ্রের

শেষ পর্যন্ত বিজ্ঞপ্তি জারি করে জানানো হয়, মোবাইল সংস্থাগুলিকে নতুন তৈরি করা মোবাইলে (mobile phone) যে প্রি-ইনস্টল (preinstalled) করার জন্য যে নির্দেশ জারি হয়েছিল, তা তুলে নেওয়া হল। এই অ্যাপ মোবাইলে থাকা বাধ্যতামূলক নয়।

Related articles

বৃহস্পতিবার লক্ষাধিক জমায়েত: দলনেত্রীর সম্প্রীতির বার্তা শুনতে অপেক্ষায় বহরমপুর

রাজ্যে এসআইআর পরিস্থিতি ও বিজেপির ক্রমাগত উস্কানির রাজনীতির মধ্যেই জেলা সফরে তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee)। বুধবার...

আর জি কর মামলার তদন্ত শেষ, সমন পাঠানোর নির্দেশ আখতার আলিকে

আর জি কর হাসপাতালের মামলার তদন্ত শেষ হয়েছে বলে বুধবার আলিপুর বিশেষ সিবিআই আদালতকে জানাল কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা...

জঘন্য বোলিং- হতশ্রী ফিল্ডিংয়ের যুগলবন্দিতে ম্যাচ হারল ভারত, ঐতিহাসিক জয় বাভুমাদের

আন্তর্জাতিক ক্রিকেট ম্যাচ না ক্লাব স্তরের খেলা ভারতীয় বোলিং (Indian Bowling) দেখে তা বোঝা দায়। এই বোলারদের নিয়ে...

SIR প্রক্রিয়া চলাকালীন ‘হেল্প ক্যাম্প’: কীভাবে সাহায্য পাবেন, বুঝিয়ে দিলেন মুখ্যমন্ত্রী

নির্বাচন কমিশনের চাপিয়ে দেওয়া এসআইআর প্রক্রিয়ার কারণে রাজ্যে প্রাণ গিয়েছে ৩৯ জন মানুষের। এখনও ১৩ জন হাসপাতালে চিকিৎসাধীন।...
Exit mobile version