Thursday, December 4, 2025

বিজাপুরে বড়সড় অভিযান, সংঘর্ষে মৃত মাওবাদীর সংখ্যা বেড়ে ১৮

Date:

ছত্রিশগড়ের বিজাপুরে নিরাপত্তাবাহিনীর সঙ্গে দীর্ঘ গুলিযুদ্ধের পরে উদ্ধার হল আরও ছয় মাওবাদীর দেহ। বৃহস্পতিবার পুলিশের তরফে জানানো হয়েছে, বুধবারের সংঘর্ষে মৃত মাওবাদীর সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ১৮। একই সংঘর্ষে রাজ্য পুলিশের জেলা রিজার্ভ গার্ডের তিন জওয়ানও শহিদ হয়েছেন।

ছত্রিশগড় পুলিশের ইনস্পেক্টর জেনারেল (আইজি) সুন্দররাজ পি জানিয়েছেন, বুধবার প্রায় ১২ ঘণ্টা ধরে নিরাপত্তা বাহিনী ও মাওবাদীদের মধ্যে গুলি বিনিময় চলে। বুধবার সন্ধ্যা পর্যন্ত ১২ জন মাওবাদীর দেহ উদ্ধার হয়েছিল। বৃহস্পতিবার সকালেই আরও ছ’জনের দেহ উদ্ধার হয় জঙ্গলঘেরা ওই অঞ্চল থেকে।

পুলিশ সূত্রের খবর, নিষিদ্ধ সংগঠন সিপিআই (মাওবাদী)-র সশস্ত্র শাখা পিএলজিএ-র গতিবিধির খবর পেয়ে যৌথবাহিনী ওই এলাকায় তল্লাশি অভিযানে যায়। সংঘর্ষস্থল থেকে উদ্ধার হয়েছে সেল্ফ লোডিং রাইফেল (এসএলআর), ইনসাস, .৩০৩ রাইফেল-সহ বিপুল পরিমাণ বিস্ফোরক। দন্তেওয়াড়া ও বিজাপুরের ডিআরজি, রাজ্য পুলিশের স্পেশাল টাস্ক ফোর্স এবং সিআরপিএফের কোবরা কম্যান্ডো বাহিনী অভিযানে অংশ নিয়েছিল।

চলতি বছর ছত্রিশগড়ে সংঘর্ষে মৃত্যু হয়েছে ২৭৫ জন মাওবাদী নেতা-কর্মীর। নিহতদের তালিকায় রয়েছেন সংগঠনের শীর্ষ নেতারা— সাধারণ সম্পাদক নাম্বালা কেশব রাও ওরফে বাসবরাজু, পলিটব্যুরো সদস্য রামচন্দ্র রেড্ডি ওরফে চলপতি, তাঁর স্ত্রী রবি ভেঙ্কট লক্ষ্মী চৈতন্য ওরফে অরুণা, কেন্দ্রীয় কমিটির সদস্য নরসিংহচলম ওরফে সুধাকর, এবং পিএলজিএ কমান্ডার মাধভী হিডমা।

এ ছাড়া মহারাষ্ট্রের মুখ্যমন্ত্রী দেবেন্দ্র ফডণবীসের উপস্থিতিতে গড়ছিরৌলিতে আত্মসমর্পণ করেছেন নিহত কিষেণজির ভাই বেণুগোপাল রাও ওরফে সোনু, যিনি মাওবাদী সংগঠনের ‘তাত্ত্বিক মস্তিষ্ক’ হিসেবে পরিচিত ছিলেন। ছত্রিশগড় পুলিশের দাবি, বিজাপুরের সাম্প্রতিক অভিযান মাওবাদীদের বিরুদ্ধে চলা লড়াইয়ে বড় সাফল্য এনে দিয়েছে।

আরও পড়ুন- ক্ষমতার অপব্যবহার! বিজেপি নেত্রীর ফ্ল্যাটে যৌনচক্র

_

 

_

 

_

 

_

 

_

Related articles

আর জি কর চিকিৎসক অনিকেত মামলায় নতুন মোড়! সুপ্রিম কোর্টে রাজ্যের এসএলপি

আর জি কর মেডিক্যাল কলেজের চিকিৎসক ডাঃ অনিকেত মাহাতোর যোগদান সংক্রান্ত মামলায় নয়া মোড়। আগামী ৮ই ডিসেম্বর এই...

ফেডারেশনের অভিনব উদ্যোগ! টলিউডের শিল্পী-কলাকুশলীদের মানসিক স্বাস্থ্য রক্ষায় কাউন্সেলিং

সভাপতি স্বরূপ বিশ্বাসের (Swarup Biswas) উদ্যোগে অভিনব উদ্যোগ নিল ফেডারেশন। টলিউডের শিল্পী-কলাকুশলীদের মানসিক স্বাস্থ্য রক্ষায় ফেডারেশনের অফিসে মাসে...

ক্ষমতার অপব্যবহার! বিজেপি নেত্রীর ফ্ল্যাটে যৌনচক্র

বারাণসীতে বিজেপি নেত্রীর বিরুদ্ধে যৌনচক্র চালানোর অভিযোগ ঘিরে রীতিমত অস্বস্তিতে শীর্ষ নেতৃত্ব। সোমবার বিজেপি নেত্রীর ফ্ল্যাটে হানা দিয়ে...

অমানবিক! অভিযোগ অসুস্থ BLO-র স্ত্রীকে দিয়েই কাজ করাল কমিশন

নির্মমতার চূড়ান্ত নিদর্শন! শারীরিক প্রতিবন্ধকতার কথা জানিয়ে নির্বাচন কমিশনের (Election Commission) কাছে SIR-এর কাজ থেকে অব্যাহতি চেয়েছিলেন কিন্তু...
Exit mobile version