Thursday, December 4, 2025

সুপার কাপ জয়ের দুয়ারে ইস্টবেঙ্গল, ফাইনালের আগে চিন্তা বাড়ালেন অস্কার

Date:

সুপার কাপ জয়ের দুয়ারে ইস্টবেঙ্গল(East Bengal)।   গোয়ায় সুপার কাপের সেমিফাইনালে পঞ্জাব এফসির বিরুদ্ধে ৩-১ গোলে জয় পেল ইস্টবেঙ্গল(East Bengal)। এদিন ম্যাচের একেবারে শুরু থেকেই দাপট ছিল লাল-হলুদের। প্রথম মিনিট থেকেই রশিদ, সিবলিরা আক্রমণের চাপ বজায় রাখতে শুরু করেন প্রতিপক্ষের বিরুদ্ধে।

১২ মিনিটেই এল প্রথম গোল। বক্সের ঠিক বাইরে থেকে অনবদ্য শটে বল জালে জড়িয়ে দেন রশিদ। পঞ্জাবের গোলরক্ষক এই গোলের দায় এড়াতে পারেন না। যদিও ইস্টবেঙ্গল(East Bengal) এই অগ্রগমণ বেশিক্ষণ ধরে রাখতে পারেনি।৩৩ মিনিটে পেনাল্টি পায় পঞ্জাব এফসি। পেনাল্টি বক্সের ভিতরে বিপিন সিংয়ের হাতে বল লাগে। পেনাল্টি থেকে গোল করে সমতা ফেরান পঞ্জাবের ড্যানিয়েল রামিরেজ।

বিরতির আগে ফের লিড নেয় ইস্টবেঙ্গল। মিগুয়েল ফেরেরার ফ্রিকিক থেকে কর্নার পায় ইস্টবেঙ্গল। কর্ণার থেকে  হেডে বল জালে জড়ান সিবলি।  ২-১ গোলে লিড নিয়ে বিরতিতে সাজঘরে ফেরে ইস্টবেঙ্গল।

৭১ মিনিটে তৃতীয় গোল করে ইস্টবেঙ্গল। মিগুয়েল ছোট পাস বাড়িয়েছিলেন সাউলকে। স্পেনীয় ফুটবলার দূরপাল্লার শটে গোলের লক্ষ্যভেদ করেন। ম্যাচের শেষ ভাগে আক্রমণের ঝাঁজ বাড়ালেও আর গোল করতে পারেনি লাল হলুদ।

ফাইনালে ম্যাচে ডাগ আউটে থাকতে পারবে না  অস্কার ব্রুজো। গোলের পর অতিরিক্ত উল্লাস দেখালেন রেফারির সঙ্গে তর্ক করে লাল কার্ড দেখে মাঠ ছাড়তে হয় তাঁকে। ফলে ফাইনালের আগে কিছুটা চাপে লাল হলুদ। ট্রফি আর ইস্টবেঙ্গলের মধ্যে ব্যবধান এক ম্যাচ।

Related articles

ক্ষমতার অপব্যবহার! বিজেপি নেত্রীর ফ্ল্যাটে যৌনচক্র

বারাণসীতে বিজেপি নেত্রীর বিরুদ্ধে যৌনচক্র চালানোর অভিযোগ ঘিরে রীতিমত অস্বস্তিতে শীর্ষ নেতৃত্ব। সোমবার বিজেপি নেত্রীর ফ্ল্যাটে হানা দিয়ে...

অমানবিক! অভিযোগ অসুস্থ BLO-র স্ত্রীকে দিয়েই কাজ করাল কমিশন

নির্মমতার চূড়ান্ত নিদর্শন! শারীরিক প্রতিবন্ধকতার কথা জানিয়ে নির্বাচন কমিশনের (Election Commission) কাছে SIR-এর কাজ থেকে অব্যাহতি চেয়েছিলেন কিন্তু...

স্কুল পড়ুয়াদের নিরাপত্তায় নতুন কড়াকড়ি, কঠোর নিয়ম আনছে পরিবহন দফতর 

রাজ্যের বিভিন্ন এলাকায় সাম্প্রতিক পুলকার দুর্ঘটনায় উদ্বেগ বেড়েছে প্রশাসনের শীর্ষমহলে। এর পরেই স্কুলবাহি গাড়ির নিরাপত্তা নিশ্চিত করতে কঠোর...

‘চাকরি খেতে’ ডিভিশন বেঞ্চের রায়কে চ্যালেঞ্জ করে শীর্ষ আদালতের যাওয়ার ভাবনা সিপিএম-বিজেপির! ধুয়ে দিলেন কুণাল

প্রাক্তন বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের (Abhijit Ganguli) রায় খারিজ করে ৩২ হাজার প্রাথমিক শিক্ষকের চাকরি বহাল রেখেছে কলকাতা হাই...
Exit mobile version